শাশুড়ি ঋণ পরিশোধ না করায় জামাতাকে অপহরণ


প্রকাশিত: ০৮:৫৮ এএম, ১৮ ফেব্রুয়ারি ২০১৬

শাশুড়ি ঋণের টাকা পরিশোধে ব্যর্থ হওয়ায় জামাতাকে অপহরণ করার চেষ্টা করেছে সোশ্যাল ডেভেলপমেন্ট লিমিটেড নামে একটি এনজিও প্রতিষ্ঠান। পুলিশ ওই প্রতিষ্ঠানের পাঁচ কর্মীকে আটক করেছে। এসময় উদ্ধার করা হয়েছে জামাতা আব্দুল মজিদকে (২৫)।

বুধবার দিবাগত গভীর রাতে নগরীর অক্সিজেন চৌধুরী ভিলার সামনে থেকে পাঁচজনকে আটক করা হয়। বায়েজিদ থানার অফিসার ইনচার্জ মো. মহসিন খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

আটকরা হলেন- মোছলেম উদ্দিন (৫৪), মো. হেলাল উদ্দিন (৩৫), নূরুল আবছার (২২), মো. রাসেল (২২) এবং মো. বাচ্চু (৩০)।

জামাতা আবদুল মজিদ জানান, ২০১২ সালে নগরীর বাকলিয়ায় সোনালী সোশ্যাল ডেভেলপমেন্ট লিমিটেড নামে একটি ক্ষুদ্র ঋণদানকারী প্রতিষ্ঠান থেকে দুই দফায় ১৯ হাজার ৫০০ টাকা ঋণ নেন তার শাশুড়ি গুলবাহার। ঋণের কিছু অংশ তিনি পরিশোধ করেন। বাকি অংশ পরিশোধে ব্যর্থ হয়ে তিনি বাসা ছেড়ে নগরীর বায়েজিদ বোস্তামি থানার অক্সিজেন মাইজপাড়া এলাকায় চলে যান।  সেখানে জনৈক রনির কলোনিতে বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করেন।

বুধবার রাত সাড়ে ১২টার দিকে পাঁচজন পাওনা টাকা আদায় করতে তাদের বাসায় যান।  এসময় তার শাশুড়ি গুলবাহার টাকা দিতে ব্যর্থ হলে তারা আবদুল মজিদকে একটি সিএনজি অটোরিকশায় তুলে জিম্মি করে বাকলিয়ার দিকে নিয়ে যেতে থাকেন।

অটোরিকশা অক্সিজেন চৌধুরী ভিলায় চেকপোস্টের সামনে এলে পুলিশ দেখে মজিদ চিৎকার দেয়। এসময় পুলিশ অটোরিকশার গতিরোধ করে পাঁচজনকে আটক করে এবং আবদুল মজিদকে তাদের কাছ থেকে ছাড়িয়ে নেয়। এ ঘটনায় মজিদ বাদি হয়ে অপহরণের অভিযোগে বায়েজিদ বোস্তামি থানায় একটি মামলা দায়ের করেছেন।

জীবন মুছা/জেএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।