৫৩টি নদী খননের ব্যবস্থা গ্রহণ করেছে সরকার : সংসদে নৌমন্ত্রী
নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, বর্তমানে সারাদেশে নৌ-পথের দৈর্ঘ্য বর্ষাকালে ৬ হাজার কিলোমিটার আর শুকনো মৌসুমে ৩ হাজার ৮৬৫ কিলোমিটার। নৌ-পথের দৈর্ঘ্য বৃদ্ধির করতে সরকার ৫৩টি নদী খননের ব্যবস্থা গ্রহণ করেছে এবং এর অংশ হিসেবে মংলা-ঘাষিয়াখালী নৌপথসহ কয়েকটি নদীতে ড্রেজিং কাজ অব্যাহত রয়েছে।
জাতীয় সংসদে বৃহস্পতিবার বিকেলে মনোয়ারা বেগমের (মহিলা আসন-১৭) লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, ড্রেজিং কার্যক্রম জোরদার করতে বর্তমান সরকার পূর্বে সংগৃহীত ৭টি ড্রেজারের সঙ্গে নতুন ১৪টি অর্থাৎ ২১টি ড্রেজার সংগ্রহ করে ড্রেজিং কাজের নিয়োজিত রাখা হয়েছে।
মন্ত্রী আরো বলেন, দেশের বৃহত্তর স্বার্থে এ সকল ড্রেজারসমূহ পরিচালনার জন্য দক্ষ জনবল নিয়োগ ত্বরান্বিত হলে দ্রুত ড্রেজিংয়ের মাধ্যমে নৌ-পথ উন্নয়নের কাজ গতিশীল হবে বলে মন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন।
বেগম নুর-ই-হাসনা লিলি চৌধুরীর (মহিলা আসন-৪৪) প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বর্তমানে দেশে বিআইডব্লিউটিসি’র অর্ধন ৭টি ফেরি সেক্টরের বিভিন্ন ঘাটে ৪৮টি ফেরি চলাচল করছে। চলতি অর্থ বছরে জুলাই মাসে একটি রো রো ফেরি ভাষা সৈনিক ডা. গোলাম মাওলা ও কে-টাইম ফেরি কুসুমকলি নির্মাণ শেষে সার্ভিসে নিয়োজিত করা হয়েছে।
মন্ত্রী বলেন, আরো দু’টি ইমপ্রুভড কে-টাইপ ফেরি নির্মাণের জন্য দরপত্র গ্রহণ করা হয়েছে। আগামী বছর জুন মাস নাগাদ ফেরি দুটির নির্মাণ কাজ সম্পন্ন হবে বলে মন্ত্রী আশা প্রকাশ করেন।
এইচএস/এসএইচএস/এবিএস