মাটিরাঙ্গা পৌর মেয়রের দায়িত্ব গ্রহণ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১২:২৩ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০১৬

বিজয়ী হওয়ার এক মাস ১৯ দিন পর খাগড়াছড়ির মাটিরাঙ্গা পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মো. শামছুল হক। বৃহস্পতিবার দুপুরে পৌর ভবন প্রাঙ্গণে সাবেক মেয়র ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু ইউসুফ চৌধুরীর কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেন তিনি।

পৌরবাসীর জীবনমান উন্নয়নে কাজ করার ঘোষণা দিয়ে মাটিরাঙ্গা পৌরসভার নব-নির্বাচিত মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. শামছুল হক জনগণের সেবা নিশ্চত করতে সব মহলের সহযোগিতা কামনা করেন। এসময় জনগণের সেবা নিশ্চিত করার পাশাপাশি জবাবদিহিতামূলক প্রশাসন গড়ে তোলা হবে বলেও আশ্বাস দেন তিনি।

প্রধান অতিথি জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামান পৌরসভার নাগরিক সেবার মান বাড়াতে নব-নির্বাচিত পৌর মেয়রের প্রতি আহ্বান জানিয়ে বলেন, জনবান্ধব কাজের মাধ্যমে পৌরবাসীর আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাগড়াছড়ির পুলিশ সুপার মো. মজিদ আলী, মাটিরাঙ্গা উপজেলা চেয়ারম্যান মো. তাজুল ইসলাম তাজু ও উপজেলা নির্বাহী অফিসার বিএম মশিউর রহমান প্রমুখ।
 
এফএ/এআরএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।