ধামরাইয়ে ব্যাংকে ডাকাতির চেষ্টাকালে বন্দুকযুদ্ধে নিহত ১


প্রকাশিত: ০৩:৩৭ এএম, ১৯ ফেব্রুয়ারি ২০১৬

ঢাকার ধামরাইয়ে সোনালী ব্যাংকের একটি শাখার ভল্টে ঢুকে ডাকাতির চেষ্টাকালে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার ভোর রাতে ধামরাই বাজারের রিয়াজ উদ্দিন মার্কেটে এ ঘটনা ঘটে। নিহত ডাকাতের নাম মাসুক (৫৫)। তার মরদেহ উদ্ধার করে ধামরাই থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে র‌্যাব।

এ সময় নারীসহ আরো পাঁচজনকে আটক করা হয়েছে। আটকরা হলেন- শিলা (২০), রোমানা (২২), বাদশা (৪০), রিয়াজুল, সবুজ (৬০) ও রোমানার ছেলে সাকিব (৭)।

র‌্যাব-৪ এর এসআই সুপ্রভাত মণ্ডল বলেন, রাতেই তারা ব্যাংকের ভল্টে নামতে পারে- গোপন সংবাদে এমন তথ্য পেয়ে রাত ৩টার দিকে বাড়িটি ঘিরে ফেলে র‌্যাব সদস্যরা। অভিযানের বিষয়টি টের পেয়ে ওই বাসা থেকে র‌্যাবের দিকে গুলি ছোড়লে র‌্যাবও পাল্টা গুলি করে। ওই সময় মাসুক নিহত হয়।

র‍্যাবের বরাত দিয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল হক জানান, ধামরাইয়ের চারতলা ওই বাড়ির দোতলায় সোনালী ব্যাংকের শাখা। মাত্র এক মাস আগে বাড়িটির তৃতীয় তলা মাসুদসহ আটক ব্যক্তিরা ভাড়া নেন। তৃতীয় তলার নিচে দোতলায় ব্যাংকের ভল্ট যেখানে বসানো, ঠিক তার ওপরের মেঝের টাইলস খুঁড়ে রাখা ছিল।

বিশেষ কৌশলে এমনভাবে মেঝের টাইলস খোলা হচ্ছিল যা নিচ থেকে বোঝার কোনো উপায় ছিল না। মেঝের ওই অংশের প্রায় ৭০ ভাগ খুঁড়ে ফেলা হয়। বাড়িটি থেকে মেঝে কাটার বিভিন্ন যন্ত্রপাতি উদ্ধার করেছে র‍্যাব।

আরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।