স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের শাশুড়ির মৃত্যু
স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম ও পাবনা জেলা পরিষদের প্রশাসক এম সাইদুল হক চুন্নুর শাশুড়ি এবং পাবনা চেম্বার অব কমার্সের সিনিয়র সহসভাপতি মাহবুব-উল-আলম এর মা বেগম লুৎফুন্নেসা (৯২) শুক্রবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন ( ইন্নালিল্লাহি...রাজিউন)। তিনি ৫ ছেলে ৬ মেয়ে নাতি নাতনিসহ অসংখ্য আত্মীয় স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন।
সোমবার পাবনার রাধানগরে তার নামাজে জানাজা শেষে দাফন করা হবে। তার মৃত্যুতে পাবনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও ভূমিমন্ত্রী শামসুর রহমান শরিফ, পাবনা-৫ আসনের এমপি গোলাম ফারুক প্রিন্স, পাবনা বইমেলা উদযাপন পরিষদের সভাপতি প্রফেসর শিবজিত নাগ শোক প্রকাশ করেছেন।
একে জামান/এসকেডি