নওগাঁয় জাল নোটসহ আটক ১
নওগাঁর সাপাহারে ৭৭ হাজার টাকার জাল নোটসহ আনিসার রহমান (৩৪) নামের এক ব্যক্তিকে আটক করছে র্যাব ৫ এর একটি দল। শুক্রবার সন্ধ্যায় উপজেলার সুতারপাড়া তিলনা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
জানা গেছে, আনিসার রহমান উপজেলার বারদোয়াশ গ্রামের তবিজ উদ্দীনের ছেলে।
এক বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়। এসময় আনিসার কাছ থেকে ৭৭ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়। এ ঘটনায় সাপাহার থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
আব্বাস আলী/এসকেডি