না.গঞ্জে স্ত্রী-শাশুড়িকে জবাই করে হত্যা
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পরকীয়া প্রেমের কারণে স্ত্রী-শাশুড়িকে জবাই করে হত্যা করেছে স্বামী কাউসার। এ সময় কাউসারকে আটক করে পুলিশের দিয়েছে স্থানীয়রা। শুক্রবার রাতে উপজেলার কাঁচপুর উত্তরপাড়া এলাকার ফজল মেম্বারের বাড়ির পাশে খায়রুল বাশার বাড়ির ভাড়াটিয়া বাসায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলো- গৃহবধূ লাভলী আক্তার (২৫) ও তার মা রোকসানা বেগম (৪৫)। এ সময় পুলিশ হত্যাকাণ্ডে ব্যবহৃত বটিটি উদ্ধার করেছে।
সোনারগাঁ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের স্থানীয়দের বরাত দিয়ে জাগো নিউজকে জানান, কাঁচপুরে একটি গামের্ন্টসে চাকরি করতেন লাভলী আক্তার। আর একই এলাকার আরেকটি গামের্ন্টসে চাকরি করেন কাউসার। লাভলী গামের্ন্টসে আসা যাওয়ার পথে জনৈক এক যুবকের সঙ্গে পরকীয়ার সম্পর্ক গড়ে উঠে। দীর্ঘদিন মোবাইলে কথাবার্তায় তাদের প্রেমের সম্পর্ক আরও গভীর হয়ে উঠে। আর ঘটনাটি স্বামী কাউসার টের পেয়ে লাভলীকে নানাভাবে চাপ সৃষ্টি করলেও কোন কর্ণপাত করেনি। এ ঘটনার জের ধরে শুক্রবার রাত সাড়ে ৮ টায় আবারও লাভলীর সঙ্গে কাউসারের তর্কবির্তকের সৃষ্টি হয়। এর এক পর্যায়ে কাউসার উত্তেজিত হয়ে ঘরে থাকা বটি দিয়ে লাভলীকে জবাই করে হত্যা করে। এ সময় তাদের ঘরে থাকা লাভলীর মা রোকসানা বাধা দিতে গেলে তাকেও জবাই করে হত্যা করা হয়। পরে স্থানীয় লোকজন ঘটনা টের পেয়ে কাউসারকে আটক করে পুলিশে খবর দেয়।
শাহাদাত হোসেন/এসএস/এমএস