স্বপ্ন’৭১ এর একুশে ফেব্রুয়ারি


প্রকাশিত: ০৩:২১ এএম, ২১ ফেব্রুয়ারি ২০১৬

দেশের একমাত্র মুক্তিযুদ্ধবিষয়ক ত্রৈমাসিক স্বপ্ন’৭১। আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে ‘একুশে ফেব্রুয়ারি’ নামে একটি বিশেষ সংখ্যা প্রকাশ করেছে এই ত্রৈমাসিকটি । সংখ্যাটি উৎসর্গ করেছে ১৯৫৩ সালে প্রকাশিত প্রথম ‘একুশে ফেব্রুয়ারি’ সংকলের প্রকাশক মোহাম্মাদ সুলতান, সম্পাদক হাসান হাফিজুর রহমান এবং মহান ভাষা আন্দোলনের অমর শহীদ ও ভাষা সংগ্রামীদের।

‘একুশে ফেব্রুয়ারি’র সম্পাদক আবু সাঈদ জাগো নিউজকে বলেন, আমাদের বিশেষ সংখ্যাটি সাজানো হয়েছে ভাষা আন্দোলনের নানা দিক নিয়ে। ভাষা শহীদদের সংক্ষিপ্ত জীবনী, একুশের গান, কবিতা, গল্প, প্রবন্ধ, দেশ বিদেশের প্রথম শহীদ মিনার ও ভাষা সংগ্রামীর স্মৃতিসহ বিভিন্ন বিষয় তুলে ধরা হয়েছে এ সংখ্যায়। আশা করি পাঠকদের ভাল লাগবে।

এই সংখ্যায় যাদের লেখা প্রকাশিত হয়েছে প্রবন্ধে মোহাম্মাদ সুলতান ও আহমদ রফিক; গল্পে অধ্যাপক আনিসুজ্জামান, মাসুম বিল্লাহ, জীবনের জলছবি বিভাগে মেজর জেনারেল (অব.) মাসুদুর রহমান, বীর প্রতীক, মীর রবি, আসামের ভাষা আন্দোলন নিয়ে লিখেছেন কলকাতার স্বপন চক্রবর্তী, একুশের কবিতায় মাহবুব উল আলম চৌধুরী, আবু জাফর ওয়ারদুল্লাহ, আলাউদিন আজাদ, আল মাহমুদ, শামীম আজাদ, রবিশঙ্কর মৈত্রী, মোহাম্মাদ জাহাঙ্গীর, আবু সাঈদ, মৌসুমী, সালাহ উদ্দিন মাহমুদ ও নাজমুল হুসাইন বিদ্যুৎ, কবি সরকার আমিনের অনুবাদে থাকছে তাও তো চিং এর কবিতাগুচ্ছ, একুশের গান শাহ আবদুল করিম, আবদুল গাফফার চৌধুরী, ভাষা সংগ্রামীর স্মৃতিচারণামূলক লেখা ধীরেন্দ্রনাথ দত্ত, ড. মুহম্মদ শহীদুল্লাহ, গাজীউল হক, জালাল উদ্দিন আকবর, শাহ্ আব্দুর রাজ্জাক মুহাম্মদ দবিরুল ইসলাম। এছাড়া রয়েছে প্রথম শহীদ মিনার খুলনা, বগুড়া, বরিশাল, কক্সবাজার, লন্ডন ও আমেরিকা নিয়ে লেখা, একুশের প্রথম সংকলন নিয়ে আলোচনা, একুশের বইপত্র, ভাষা আন্দোলন গবেষণা কেন্দ্র ও জাদুঘরসহ নানা লেখা।

এই বিশেষ সংখ্যাটির মূল্য রাখা হয়েছে ৪০ টাকা। পাওয়া যাবে অমর একুশে বইমেলার লিটল ম্যাগাজিন চত্বরের স্বপ্ন’ ৭১ স্টলে, শাহবাগের জনান্তিকা, সিলেটের বইপত্র, রংপুরের বিপনী বিচিত্রা, বগুড়ার শাহিন নলেজ সেন্টার ও চট্টগ্রামের বাতিঘরে।

এআরএস/জেএইচ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।