নেভাডায় হিলারি, সাউথ ক্যারোলিনায় ট্রাম্প বিজয়ী


প্রকাশিত: ০৩:৫৯ এএম, ২১ ফেব্রুয়ারি ২০১৬

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে প্রার্থী হওয়ার লড়াইয়ে ডেমোক্র্যাট দলের প্রার্থী হিসেবে নেভাডা অঙ্গরাজ্যে জয় পেয়েছেন হিলারি ক্লিনটন। অন্যদিকে সাউথ ক্যারোলিনাতে রিপাবলিকান মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প জয় হয়েছেন। শনিবার এ দুটি রাজ্যে প্রাইমারি ও ককাস অনুষ্ঠিত হয়। খবর বিবিসির।

নিজের এই জয়ের পর ভোটারদের স্বাগত জানিয়ে টুইটারে তিনি বলেন ‘এটা আপনাদের জয়।’

নেভাডা অঙ্গরাজ্যে ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটন তার প্রতিদ্বন্দ্বী  স্যান্ডার্স-এর চেয়ে খুবই অল্প ব্যবধানে জয় পান। যদিও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনকে ক’সপ্তাহ আগে এই স্টেটে ‘অপরাজেয়’ হিসেবেই ভাবা হচ্ছিলো। কিন্তু স্যান্ডার্স বেশ শক্ত প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছেন।

কারণ নির্বাচনী ফলে দেখা যাচ্ছে, হিলারি ক্লিনটন পেয়েছেন ৫২ শতাংশ আর তার প্রতিদ্বন্দ্বী, বার্নি স্যান্ডার্স পেয়েছেন ৪৮ শতাংশ সমর্থন। কিন্তু নেভাডাতে হিসপ্যানিক ও সংখ্যালঘুদের সমর্থনের কারণে বড় জয় প্রত্যাশা করেছিলেন হিলারি।

অন্যদিকে সাউথ ক্যারোলাইনায় ট্রাম্প পেয়েছেন ৩২ দশমিক ৬ শতাংশ ভোট। আর নিকটতম প্রতিদ্বন্দ্বী ফ্লোরিডার সিনেটর মার্কো রুবিও পেয়েছেন ২২ দশমিক ৪ শতাংশ ভোট।

আগামী শনিবার সাউথ ক্যারোলাইনায় অনুষ্ঠিত হবে ডেমোক্রেটিক দলের প্রাইমারী নির্বাচন। একই দিন নেভাদায় অনুষ্ঠিত হবে রিপাবলিকান দলীয় ককাস।

জেএইচ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।