সরাইলে সংঘর্ষের ঘটনায় আহত ব্যক্তির মৃত্যু


প্রকাশিত: ০৪:২১ এএম, ২১ ফেব্রুয়ারি ২০১৬

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে শনিবার রাতের সংঘর্ষের ঘটনায় কিরণ মিয়া (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার ভোরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। নিহত কিরণ মিয়া উপজেলার বেপারীপাড়া গ্রামের তেলহা মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে শনিবার রাত ৯টার দিকে উপজেলার বেপারীপাড়ার আবু বক্কর রকেট ও মালিগাঁও গ্রামের নান্নু মিয়ার মধ্যে বাক-বিতণ্ডা হয়। এ নিয়ে উভয় পক্ষের কয়েকশ লোক দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে। স্থানীয় সকালবাজার এলাকায় ঘণ্টা দেড়েক চলা এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হন। এছাড়া সংঘর্ষ চলাকালে বেশ কয়েকটি দোকানে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করা হয়। সংঘর্ষে গুরুতর আহত হন আবু বক্কর রকেট মিয়ার সমর্থক কিরণ মিয়া। পরে তাকে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে চিকিৎসকরা তাকে ঢাকায় পাঠান। ভোরে কিরণ মিয়াকে ঢাকায় নেয়ার পথে তিনি মারা যান।

ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) শাহরিয়ার আল মামুন জাগো নিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আজিজুল আলম সঞ্চয়/এসএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।