মাদারীপুরে ফুল দেয়াকে কেন্দ্র করে সংঘর্ষ : আহত ১০


প্রকাশিত: ০৫:০৮ এএম, ২১ ফেব্রুয়ারি ২০১৬

মাদারীপুরের কালকিনিতে শহীদ মিনারে ফুল দেয়াকে কেন্দ্র করে সাবেক উপজেলা চেয়ারম্যান ও স্থানীয় আ.লীগের মধ্যে সংঘর্ষের ঘটনায় কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণ ও মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। রোববার রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।  

প্রত্যক্ষদর্শীরা জানায়, কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজ শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করতে উপস্থিত হয় উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, কালকিনি ও ডাসার থানা, কালকিনি প্রেসক্লাবসহ বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের লোকজন। রাত ১১টা ৫০মিনিটে একটি মোটরসাইকেল বহর নিয়ে সেখানে পুষ্পমাল্য অর্পণ করতে আসে সাবেক উপজেলা চেয়ারম্যান ও কালকিনি উপজেলা আওয়ামী লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক মীর গোলাম ফারুক। তার পুষ্পপমাল্যের ডালায় সাবেক উপজেলা চেয়ারম্যানের পাশাপাশি সাধারণ সম্পাদক কালকিনি উপজেলা আ.লীগ লেখা থাকে। কিন্তু তাকে পৌর নির্বাচনে আ.লীগ মনোনিত প্রার্থীর পক্ষে কাজ না করার দায়ে বহিষ্কার করা হয়েছে বলে অভিযোগ তুলে সেটি ভেঙে ফেলে আ.লীগের অন্য গ্রুপ। এ নিয়ে সংঘর্ষ ও হাতাহাতির ঘটনা ঘটলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এ সময় বিএনপিসহ অন্যান্য দলের নেতাকর্মী সমর্থকরা দর্শকের ভূমিকায় ছিলেন।

Madaripur
কালকিনি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা জানান, রাতে দুই পক্ষের মধ্যে চরম উত্তেজনা থাকলেও সকালে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়। এ ঘটনায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

নাসিরুল হক/এসএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।