মেহেরপুরে ভারতীয় থ্রিপিসসহ আটক ২


প্রকাশিত: ০৭:৩৫ এএম, ২১ ফেব্রুয়ারি ২০১৬

মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর গ্রাম থেকে ভারতীয় থ্রিপিসসহ দুজনকে আটক করেছে পুলিশ। রোববার সকালে এ ঘটনা ঘটে। আটক থ্রিপিসের আনুমানিক মূল্য ২০ লাখ টাকা বলে জানা গেছে।

আটকরা হলেন- মুজিবনগর উপজেলার রামনগর গ্রামের ইউসুফ আলীর ছেলে ট্রাক চালক স্বপন হোসেন (২৫) ও সহকারী আখের আলীর ছেলে শরিফুল ইসলাম (২২)।

Meherpur-pic
পুলিশ সুপার হামিদুল আলম জানান, একটি মিনি ট্রাকে করে চোরাই পথে আসা ভারতীয় থ্রিপিস নিয়ে যাচ্ছে এমন সংবাদের ভিত্তিতে পিরোজপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আনিছুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে পিরোজপুর গ্রামের মধ্যে অবস্থান নেন। এ সময় রাস্তায় যাওয়ার সময় একটি মিনি ট্রাক থামিয়ে তল্লাশি চালানো হয়। অভিযান চালিয়ে ট্রাক থেকে ৭৮০ পিস ভারতীয় থ্রিপিস উদ্ধার করেন তারা। থ্রিপিস বহনকারী মিনি ট্রাক্টটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে মেহেরপুর সদর থানায় চোরাচালানি আইনে মামলাসহ আটকদের জেলহাজতে পাঠানোর প্রস্তুতি চলছে বলেও জানিয়েছেন তিনি।

আতিকুর রহমান টিটু/এসএস/আরআইপি

জাগোনিউজের খবর পেতে ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।