ফুল দিতে গিয়ে লাশ হয়ে ফিরলো জামাদুল
আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নিজ স্কুলে শহীদ মিনারে ফুল দিতে গিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে এক স্কুলছাত্র। নিহত জামাদুল ইসলাম (১৩) সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ব্রজবালা মেঘপাড়া গ্রামের আনসোব আলীর ছেলে ও তালগাছী মডেল স্কুলের ৭ম শ্রেণির ছাত্র।
প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সকালে জামাদুল শহীদ মিনারে ফুল দেয়ার জন্য বাড়ি থেকে একটি সাইকেল নিয়ে স্কুলের উদ্দেশ্যে রওনা দেয়। সে তালগাছি বাজারে পৌঁছালে পিছন থেকে একটি নসিমন তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এ ঘটনায় সে ঘটনাস্থলেই নিহত হয়।
শাহজাদপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে। এ ব্যাপারে শাহজাদপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
বাদল ভৌমিক/এসএস/আরআইপি