তমদ্দুন মজলিসের পক্ষ থেকে মাতৃভাষা পদক প্রদান


প্রকাশিত: ১১:১৬ এএম, ২১ ফেব্রুয়ারি ২০১৬

বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখায় মাতৃভাষা পদক প্রদান করেছে তমদ্দুন মজলিস। পদকপ্রাপ্তরা হলেন- ভাষা শহীদ আবুল বরকত (মরণোত্তর, ভাষা আন্দোলন), আবদুল করিম সাহিত্য বিশারদ (মরণোত্তর, বাংলা সাহিত্য), প্রফেসর এবনে গোলাম সামাদ (বাংলা সাংবাদিকতা) ও প্রফেসর এম এ বার্ণিক (ভাষা আন্দোলন, গবেষণা)।

রোববার বিকেলে জাতীয় প্রেসক্লাবে তমদ্দুন মজলিসের আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও মাতৃভাষা পদক প্রদান অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, ভাষা আন্দোলনের সাথে পাকিস্তান আন্দোলন, ১৯৪০ সালের লাহোর প্রস্তাবের এবং স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার সাথে সম্পর্ক রয়েছে। ১৯৪৭ সালে লাহোর প্রস্তাবের আংশিক বাস্তবায়ন হয় কিন্তু পাকিস্তান রাষ্ট্রের সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর মাতৃভাষা ছিলো বাংলা।

তারা বলেন, অথচ তখন উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা হিসাবে চালিয়ে দেয়ার গোপন চেষ্টা চালায় অবাঙালি আমলারা। ফলে তমুদ্দুন মজলিস ১৯৪৭ সালের ১৫ সেপ্টম্বর ‘পাকিস্তানের রাষ্ট্র ভাষাবাংলা না উর্দু’ শীর্ষক পুস্তিকা প্রকাশের মাধ্যমে ভাষা আন্দোলনের সূচনা করে।

বক্তারা বলেন, ভাষা আন্দোলনের সঠিক পূর্ণাঙ্গ ইতিহাস অদ্যাবধি লিখিত হয়নি, তাই ভাষা আন্দোলন সম্পর্কে বিভ্রান্তিকর ধারণা বিরাজমান।

প্রফেসর এম এ সামাদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সাবেক উপচার্য প্রফেসর উপাচর্য প্রফেসর ড. শমসের আলী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মাহবুব উল্লাহ, ভাষা সৈনিক ও প্রবীণ সাংবাদিক অধ্যাপক অবদুল গফুর প্রমুখ।

এএস/এসএইচএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।