জুতার তলায় ১০ লাখ টাকার ইয়াবা


প্রকাশিত: ০১:৩০ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০১৬
ফাইল ছবি

অভিনব কায়দায় পায়ের জুতার ভেতর লুকিয়ে রাখা ১০ লাখ টাকার ইয়াবাসহ দুইজনকে আটক করেছে পুলিশ। টেকনাফ-কক্সবাজার সড়কের হোয়াইকং এলাকা থেকে রোববার বিকেলে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, উপজেলার সাবরাং ইউনিয়নের চৌধুরীপাড়ার মো. সৈয়দ আলম (৫২) ও মণ্ডলপাড়ার মীর আহমদ (৫৫)।

বিষয়টি নিশ্চিত করে টেকনাফ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মজিদ জানান, জুতার ভেতর করে ইয়াবা পাচারের খবর পেয়ে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির সামনে যাত্রীবাহী বাসে তল­াশি চালানো হয়। এসময় দুইজনকে আটক করা হয়। আটকদের তল্লাশি চালিয়ে পায়ে থাকা জুতার ভিতর থেকে পলিথিন মোড়ানো তিন হাজার ৩৫০ পিস ইয়াবা জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ১০ লাখ টাকা।

আটক দুইজনের বিরুদ্ধে মাদক আইনে মামলা করে সোমবার কক্সবাজার আদালতে পাঠানো হবে বলেও জানান ওসি।

সায়ীদ আলমগীর/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।