নকলার ৯ ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী হলেন যারা
শেরপুরের নকলা উপজেলার ৯ ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় চেয়ারম্যান প্রার্থীর তালিকা চূড়ান্ত করেছে তৃণমূলের আওয়ামী লীগ নেতৃবৃন্দ। সোমবার ভোরে প্রার্থী তালিকা দলীয়ভাবে চূড়ান্ত অনুমোদনের জন্য কেন্দ্রে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন নকলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ।
তিনি জানান, প্রাথমিকভাবে বাছাই শেষে যেসব ইউপি চেয়ারম্যান প্রার্থীর নাম অনুমোদনের জন্য কেন্দ্রে পাঠানো হয়েছে তারা হলেন- ১নং গনপদ্দি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান শামসুর রহমান আবুল, ২নং নকলা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আনিসুর রহমান সুজা, ৩নং উরফা ইউনিয়নের জন্য উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল হক হীরা, ৪নং গৌড়দ্বার ইউনিয়নের জন্য উপজেলা শ্রমিকলীগ সভাপতি রবিউল করিম মানিক, ৫নং বানেশ্বের্দী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মাজহারুল আনোয়ার মহব্বত, ৬নং পাঠাকাটা ইউনিয়নে ফয়েজ উদ্দিন মিল্লাত, ৭নং টালকি ইউনিয়নে মো. বদিউজ্জামান, ৮নং চর অস্টধর ইউনিয়নে উপজেলা আ.লীগের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা কমান্ডার গোলাম রব্বানী ও ৯ নং চন্দ্রকোন ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান সাজু সাঈদ সিদ্দিকী।
দলীয় সূত্রে জানা গেছে, ২০ ও ২১ ফেব্রুয়ারি মাঠ পর্যায়ে তৃণমূল নেতাদের সঙ্গে বৈঠক করে তাদের মতামতের ভিত্তিতে উপজেলা আওয়ামী লীগের সভা শেষে আনুষ্ঠানিকভাবে ৯টি ইউনিয়নের দলীয় চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। ৯টি ইউনিয়নে নৌকা প্রতীকে নির্বাচনের প্রত্যাশায় ৩৮ জন প্রার্থী আ.লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন।
উল্লেখ্য, নির্বাচন কমিশন ঘোষিত দ্বিতীয় ধাপে আগামী ৩১ মার্চ শেরপুরের নকলা উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।
হাকিম বাবুল/এসএস/পিআর