আখাউড়ায় আমদানি-রফতানি শুরু


প্রকাশিত: ০৫:৩৩ এএম, ২২ ফেব্রুয়ারি ২০১৬

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একদিন বন্ধ থাকার পর দেশের অন্যতম বৃহৎ স্থলবন্দর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া দিয়ে ভারতে সব ধরনের পণ্য আমদানি-রফতানি শুরু হয়েছে। সোমবার সকালে পণ্য আমদানি-রফতানি কার্যক্রম স্বাভাবিক হয়। এর ফলে দুই দেশের বন্দরে কর্মরত শ্রমিকদের মাঝে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে।

তবে বন্ধের সময় আখাউড়া-আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্ট (আইসিপি) দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিল বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।

আখাউড়া স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের উপদেষ্টা মো. হাসিবুল হাসান বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, সকালে মাছ ও পাথর রফতানির মধ্য দিয়ে বন্দরের আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়েছে। এর আগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সরকারি ছুটি থাকায় রোববার আখাউড়া স্থলবন্দর দিয়ে সব ধরনের পণ্য আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেন বাংলাদেশি ব্যবসায়ীরা।

উল্লেখ্য, প্রতিদিন আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের সেভেন সিস্টারখ্যাত সাতটি অঙ্গরাজ্যে মাছ, পাথর, সিমেন্ট ও প্লাস্টিকসহ অর্ধশতাধিক পণ্য রফতানি করা হয়ে থাকে।

আজিজুল আলম সঞ্চয়/এফএ/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।