রাজবাড়ীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার


প্রকাশিত: ০৫:৩৮ এএম, ২২ ফেব্রুয়ারি ২০১৬
প্রতীকী ছবি

রাজবাড়ী জেলা সদরের পাঁচুরিয়া ইউনিয়ন থেকে সাবিনা ইয়াসমিন (৩০) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল ১০টার দিকে মৃতের স্বামীর বাড়ির বসতঘর থেকে ঝুলন্ত অবস্থায় থাকা মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত সাবিনা পাঁচুরিয়া ইউনিয়নের মাইটকুড়া এলাকার অসীম সরদারের স্ত্রী।

পাঁচুরিয়িা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজী আলমগীর জানান, তিনি রাত ৩টার দিকে এ খবর পেয়েছেন। তারপর থানা পুলিশকে জানালে সকালে পুলিশ গিয়ে মরদেহটি নামিয়েছে। তবে কি কারণে ঘটনাটি ঘটেছে তা বলতে পারছেন না। ধারণা করছেন পারিবারিক কলহের জেরে এ ঘটনাটি ঘটতে পারে।

রুবেলুর রহমান/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।