চট্টগ্রামে ট্যাংকলরি ঐক্য পরিষদের ধর্মঘট প্রত্যাহার


প্রকাশিত: ০৬:২৮ এএম, ২২ ফেব্রুয়ারি ২০১৬

বন্দরের বরাদ্দ দেয়া জায়গায় টার্মিনাল নির্মাণে কর্তৃপক্ষের আশ্বাসের পরিপ্রেক্ষিতে চট্টগ্রামে ডাকা ট্যাংকলরি ধর্মঘট প্রত্যাহার করেছে জেলা ট্যাংকলরি মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। রোববার রাতে ধর্মঘট প্রত্যাহার করা হয়।

চট্টগ্রাম জেলা ট্যাংকলরি মালিক সমিতির সভাপতি মোহাম্মদ ইসহাক বাদশা জানান, বাংলাদেশ পেট্রোপলিয়াম কর্পোরেশনের (বিপিসি) কর্তৃপক্ষ আমাদের দাবি মেনে নিয়ে আগামী মাসে টার্মিনালের নির্মাণ কাজ শুরু করার আশ্বাস দিয়েছেন। কর্তৃপক্ষের এ আশ্বাসের পরিপ্রেক্ষিতে ধর্মঘট শুরু হওয়ার আগেই রোববার রাতে তা প্রত্যাহারের করা হয়েছে।

উল্লেখ্য, এর আগে শনিবার বন্দরের বরাদ্দ করা জায়গায় অবিলম্বে ট্যাংকলরি টার্মিনাল নির্মাণের দাবিতে বৃহত্তর চট্টগ্রামে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেয় সংগঠনটি। সোমবার সকাল থেকে এ ধর্মঘট শুরু হওয়ার কথা ছিল।

জীবন মুছা/জেএইচ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।