সড়ক দুর্ঘটনায় রিকশাচালক নিহত


প্রকাশিত: ০১:৫৯ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০১৬

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে সিএনজি অটোরিকশার চালক আবদুস সালাম (৪০) নিহত হয়েছেন। এসময় আরো একজন আহত হয়েছেন। সোমবার বিকেল ৪টার দিকে বকশীগঞ্জ-জামালপুর মহাসড়কের স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ ঘটনা ঘটে।

নিহত আবদুস সালাম নিলক্ষিয়া ইউনিয়নের জানকিপুর গ্রামের মৃর্ধাপাড়া এলাকার মৃত হাতেম আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সরিষাবাড়ী উপজেলা থেকে সারবোঝাই একটি ট্রাক বকশীগঞ্জে আসার পথে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় সারসহ ট্রাকটি উল্টে গেলে ঘটনাস্থলেই চালক আবদুস সালাম নিহত হন। এসময় আরো একজন আহত হয়েছেন।   

বকশীগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোশারফ হোসেন জানান, এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। ট্রাকচালক মুন্না মিয়াকে (৩০) আটক করা হয়েছে।

শুভ্র মেহেদী/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।