বিসিএসে মুক্তিযুদ্ধের ওপর ১০০ নম্বর থাকবে : সংসদে মন্ত্রী
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক জানিয়েছেন, মুক্তিযুদ্ধের কথা যাতে আমাদের পরবর্তী প্রজন্ম স্মরণ রাখে সে জন্য পাঠ্যসূচির সঙ্গে বিসিএস পরীক্ষায়ও ১০০ নম্বর রাখা হবে। বিসিএসের লিখিত পরীক্ষায় মুক্তিযুদ্ধের ইতিহাসের ওপর ১০০ নম্বর রাখার বিষয়ে কার্যক্রম চলছে।
হুইপ শহিদুজ্জামান সরকারের একটি সম্পূরক প্রশ্নের জবাবে সোমবার জাতীয় সংসদে একথা বলেন মন্ত্রী।
সিরাজুল ইসলামের প্রশ্নের জবাবে আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ৪১ জন বীরাঙ্গনার নাম ইতোমধ্যে মুক্তিযোদ্ধা হিসেবে গেজেটে প্রকাশ করা হয়েছে। ৩২ জন বীরাঙ্গনার নাম মুক্তিযোদ্ধা হিসেবে গেজেটে প্রকাশের জন্য চূড়ান্ত করা হয়েছে। আরো ১২১টি আবেদন যাচাই-বাছাই চলছে।
সামশুল হকের সম্পূরক প্রশ্নের জবাবে মোজাম্মেল হক বলেন, আগের ২৩ বছরের ইতিহাসকে বাদ দিয়ে মুক্তিযুদ্ধের কথা ভাবা যায় না। এই ইতিহাসের অন্যতম একটি মাইলফলক আগরতলা ষড়যন্ত্র মামলা। এটি আসলে ষড়যন্ত্র ছিল না। দেশ স্বাধীন করার পরিকল্পনা ছিল। এই মামলায় বঙ্গবন্ধুর সঙ্গে যারা অভিযুক্ত ছিলেন তারা জাতির শ্রেষ্ঠ সন্তান। তাই এই মামলায় অভিযুক্তদের জন্য রাষ্ট্রীয় স্বীকৃতির ব্যবস্থা করা হবে।
এইচএস/এনএফ/আরআইপি