ভারত বধের অপেক্ষায় মাহমুদুল্লাহ


প্রকাশিত: ০৮:৩২ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০১৬

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের তিক্ত অভিজ্ঞতার কথা এ দেশের ক্রিকেটপ্রেমী মানুষ খুব কমই সম্ভবত ভুলতে পারবে। ক্রিকেটাররাও ভোলেন কী করে! মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ভারতের কাছে হার নয়, বাংলাদেশ পেয়েছিল যেন দারুণ এক আত্মবিশ্বাস। যেটাকে পুঁজি করে ঘরের মাঠে ভারতকে প্রথমবারের মতো সিরিজ হারিয়েছিল বাংলাদেশ।

গত বছর এপ্রিলের ঘটনা। সেই ঘটনার পর এখনও এক বছর পার হয়নি। আবারও মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-ভারত। এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামছে মাশরাফি এবং মহেন্দ্র সিং ধোনির দল। এই ম্যাচে ভারতকে সামনে পেয়ে কী পরিকল্পনা করছেন বাংলাদেশের নির্ভরযোগ্য ব্যাটসম্যান মাহমুদুল্লাহ রিয়াদ!

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘বাড়তি কিছু নেই। আমরা সবাই খুব রিল্যাক্সড। ফিটনেস, স্কিল সবকিছু নিয়েই সবাই খুব ভালোভাবে কাজ করছে। আশা করি শুরু ভালো করতে পারবো আমরা।’

ভারতকে নিয়ে তাহলে ভাবনা কী? মাহমুদুল্লাহ বলেন, ‘সাম্প্রতিক সময়ে ভারত খুব ভালো ক্রিকেট খেলছে। আমাদেরও খুব ভালো খেলতে হবে। আমরা শুধু আমাদেরটা নিয়েই ভাবছি। আমরা আত্মবিশ্বাস নিয়ে শুরু করলে ইট ইজ গনা কিক আস অফ। মোমেন্টাম সঙ্গে নিয়ে যেতে পারলে ম্যাচ বাই ম্যাচ আমরা ভালো করতে পারবো।’

আইএইচএস/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।