শরীয়তপুরে প্রেমিক যুগলকে নির্যাতনের ঘটনায় গ্রেফতার ২


প্রকাশিত: ১২:০৩ এএম, ২৩ ফেব্রুয়ারি ২০১৬

জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে ‘মধ্যযুগীয় কায়দায় প্রেমিক যুগলকে নির্যাতন (ভিডিও)’ শিরোনামে সংবাদ প্রকাশিত হওয়ায় শরীয়তপুর জেলা প্রশাসনের টনক নড়েছে। এ ঘটনার পর সোমবার সন্ধ্যায় অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করেছে জাজিরা থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন কুন্ডের চর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান লিয়াকত হোসেন মল্লিক এবং কুন্ডের চর আব্দুল মান্নান মল্লিক কান্দি উচ্চ বিদ্যালয়ের দফতরি বাদল হোসেন ছৈয়াল।

এ ব্যাপারে জেলার অতিরিক্ত পুলিশ সুপার এহ্সান শাহ বলেন, আমরা সংবাদ প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গেই অভিযান পরিচালনা করেছি এবং দুইজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। বাকি আসামিদেরকে ধরার জন্য আমাদের অভিযান অব্যাহত রয়েছে। খুব শিগগিরই বাকি আসামিদেরকে ধরতে সক্ষম হবো। মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

উল্লেখ, শরীয়তপুরের জাজিরা উপজেলার কুন্ডেচর ইউনিয়নের ঘাটকুল আব্দুল মান্নান মল্লিক কান্দি গ্রামের এক প্রেমিক যুগলকে মধ্যযুগীয় কায়দায় শারীরিক ও  মানষিক নির্যাতন চালানো হয়।

ঘটনার বিবরণে প্রকাশ, কুন্ডেচর ইউনিয়নের ঘাটকুল আব্দুল মান্নান মল্লিক কান্দি গ্রামের আসমত আলী খাঁর ছেলে স্বপন খাঁর (১৮) সঙ্গে একই গ্রামের সোনা মিয়া ছৈয়ালের কন্যা ষষ্ঠ শ্রেণির ছাত্রী আইরিন আক্তারের (১৩) প্রেমের সম্পর্ক ছিল। গত ৯ ফেব্রুয়ারি তারা নতুন জীবন গড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় ইউনিয়ন পরিষদ মেম্বার কামাল হোসেন ও সুলতান মল্লিকের কাছে ধরা পড়ে।

পরে কামাল হোসেন ও সুলতান মল্লিক ওই প্রেমিক যুগলকে ধরে তাদের অভিভাবকদেরকে খবর দেন। অভিভাবকদের আসতে দেরি হওয়ায় স্থানীয় মেম্বার কামাল হোসেন ও সুলতান মল্লিকের নেতৃত্বে স্থানীয়রা কুন্ডের চর আব্দুল মান্নান মল্লিক কান্দি উচ্চ বিদ্যালয় মাঠে বিচার কার্য শুরু করেন।

এক পর্যায়ে প্রেমিক যুগলকে মধ্যযুগীয় কায়দায় শারীরিক নির্যাতন করেই ক্ষেন্ত হননি, তাদেরকে জুতোর মালা পরিয়ে এলাকায় ঘুরিয়েছেন। যার প্রেক্ষিতে প্রেমিক যুগল শারীরিক ও মানষিকভাবে অসুস্থ হয়ে পড়েন।

এভাবে প্রায় ১৪ দিন যাবৎ প্রেমিক যুগল অসুস্থ থাকায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। ব্যাপারটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে এলাকায় তোলপাড়ের সৃষ্টি হয় এবং ঘটনাটি প্রশাসনের নজরে আসে।

মো. ছগির হোসেন/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।