কক্সবাজারের ১৯ ইউপিতে প্রার্থী ১৩৪১ জন
দলীয় প্রতীকে আগামী ২২ মার্চ প্রথম ধাপে অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনে কক্সবাজারের তিন উপজেলার ১৯ ইউনিয়ন পরিষদে মনোনয়নপত্র জমা দিয়েছেন এক হাজার ৩৪১ প্রার্থী । এর মাঝে চেয়ারম্যান পদে ১১৩ জন, সংরক্ষিত নারী আসনে ২৩০ জন এবং সাধারণ সদস্য পদে ৯৯৮ জন ভোট যুদ্ধে নামার প্রাথমিক প্রস্তুতির কথা জানান দিয়েছেন। সোমবার দিনব্যাপি এ মনোনয়ন জমা দেয়া হয়।
জেলা নির্বাচন অফিস সূত্র মতে, কুতুবদিয়া উপজেলার ৬ ইউনিয়নে সংগ্রহকৃত ৩০৩ প্রার্থীর মধ্যে ৩০২ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। এদের মধ্যে চেয়ারম্যান পদে ৩১, সংরক্ষিত নারী ৬৩ এবং সাধারণ সদস্য পদে ২০৮ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নে ইয়াহিয়া খান (আ.লীগ), সাবেক চেয়ারম্যান আ.স.ম. শাহরিয়ার চৌধুরী (স্বতন্ত্র), বর্তমান চেয়ারম্যান সিরাজদৌল্লাহ (স্বতন্ত্র), নেজাম উদ্দিন (বিএনপি) ও শাহনিজাম চৌধুরী (স্বতন্ত্র) চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দেন। একই সঙ্গে সংরক্ষিত নারী ৯ ও সাধারণ সদস্য পদে ৩৫ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
দক্ষিণ ধুরুংয়ে ৬ চেয়ারম্যান প্রার্থীর মধ্যে রয়েছেন আরিফ মোশাররফ (আ.লীগ), সাবেক চেয়ারম্যান সৈয়দ আহমদ চৌধুরী (বিএনপি), বর্তমান চেয়ারম্যান আলাউদ্দিন আল আজাদ (স্বতন্ত্র), মাস্টার জয়নুল আবেদীন (জাপা), নুরুল আমিন (স্বতন্ত্র), তারেক মুহাম্মদ নওশাদ (স্বতন্ত্র)। সংরক্ষিত নারী আসনে ৯ ও সাধারণ সদস্য পদে ৩৬ মনোনয়নপত্র জমা দিয়েছেন।
লেমশীখালীতে ৬ চেয়ারম্যান প্রার্থীর মধ্যে রয়েছেন সাবেক চেয়ারম্যান ছৈয়দ আহমদ কুতুবী (আ.লীগ), আকতার হোছাইন চশমা (বিএনপি), মোহাম্মদ আজম (স্বতন্ত্র), রেজাউল করিম (স্বতন্ত্র), সরোয়ার আলম (স্বতন্ত্র) ও আবু মজিদ আবদুল্লাহ (স্বতন্ত্র)। সংরক্ষিত নারী ১৩ ও সাধারণ সদস্য ৩৬।
কৈয়ারবিলে ৫ চেয়ারম্যান প্রার্থী হলেন বর্তমান চেয়ারম্যান আজমগীর মাতবর (আ.লীগ), সাবেক চেয়ারম্যান জালাল আহমদ (বিএনপি), স্বতন্ত্র প্রার্থী মনোয়ারুল ইসলাম মুকুল চৌধুরী, আবু মুছা কুতুবী ও নজরুল ইসলাম। সংরক্ষিত নারী ৯ ও সাধারণ সদস্য ৩১।
বড়ঘোপে ৫ চেয়ারম্যান প্রার্থী হলেন সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাড. ফরিদুল ইসলাম চৌধুরী (আ.লীগ), বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব শাকের উল্লাহ (স্বতন্ত্র), সাবেক চেয়ারম্যান মোবারক হোছাইন (বিএনপি)। স্বতন্ত্র প্রার্থীহলেন- আলহাজ্ব ছাবের আহমদ ও মিজানুর রহমান টিটু। সংরক্ষিত নারী ৯ ও সাধারণ সদস্য ৩৪ জন। 
আলী আকবর ডেইলে ৪ চেয়ারম্যান প্রার্থী হলেন- মুক্তিযোদ্ধা নুরুচছাফা (আ.লীগ), বর্তমান চেয়ারম্যান ফিরোজ খান চৌধুরী (বিএনপি), কাইমুল ইসলাম (স্বতন্ত্র) ও মাওলানা শহীদুল্লাহ (জাপা)। সংরক্ষিত নারী ১৪ ও সাধারণ সদস্য ৩৬।
মনোনয়নপত্র জমাদানের সময় উত্তর ধুরুং ও দক্ষিণ ধুরুংয়ের সমবায় অফিসার কামাল পাশা, লেমশীখালী ও আলী আকবর ডেইল ইউনিয়নে উপজেলা মৎস্য অফিসার বেনজির আহমদ এবং বড়ঘোপ ও কৈয়ারবিলে নির্বাচন অফিসার প্রভাত বড়ূয়া রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করেন।
মনোনয়ন জমাদানকালে উপজেলা আওয়ামী লীগ সভাপতি আওরঙ্গজেবসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
এদিকে টেকনাফ উপজেলার ৬ ইউনিয়নে চেয়ারম্যান, সাধারণ ও সংরক্ষিত আসনে ৫০৩ প্রার্থী উৎসবমুখর পরিবেশে মনোনয়ন ফরম জমা দিয়েছেন। এতে চেয়ারম্যান পদে ৪২ জন, সংরক্ষিত আসনে ৭৬ জন ও সাধারণ আসনে ৩৮৫ জনের মনোনয়ন ফরম জমা দেয়া হয়। এদের মধ্যে ৬ জন চেয়ারম্যান, ১৮ জন সংরক্ষিত নারী সদস্য ও ৫৪ জন সাধারণ সদস্য পদে নির্বাচিত হবেন ।
টেকনাফ সদর ও সাবরাং ইউনিয়নের রির্টানিং কর্মকর্তা মো. নূরুল ইসলাম জানান, এ দুই ইউনিয়নে চেয়ারম্যান, সাধারণ ও সংরক্ষিত আসনে ১৯৪টি ফরম জমা দেয়া হয়। তার মধ্যে টেকনাফ সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭ জন, সংরক্ষিত আসনে ১০ জন ও সাধারণ আসনে ৭১ জন। এতে চেয়ারম্যার প্রাথীরা হলেন- আওয়ামী লীগের নুরুল আলম, বিএনপির জিয়াউর রহমান, জাতীয় পার্টির মোহাম্মদ ইসমাঈল, স্বতন্ত্র শাহাজাহান, আব্দুর রহমান, মোক্তার আহম্মদ ও দিদারুল আলম।
সাবরাং ইউনিয়নে চেয়ারম্যান পদে ৮ জন, সংরক্ষিত আসনে ১২ জন ও সাধারণ আসনে ৮৬ জন। চেয়ারম্যান প্রার্থীরা হলেন, আওয়ামী লীগের আলহাজ্ব সোনা আলী, বিএনপির সোলতান আহম্মদ (বিএ), জাতীয় পার্টির মোহাম্মদ আয়াছ, স্বতন্ত্র নুর হোছাইন মেম্বার, জাহিদ হোছাইন, হামিদ হোছাইন ও আবুল ফয়েজ।
হ্নীলা ও হোয়াইক্যং ইউনিয়নের রির্টানিং কর্মকর্তা নূরুল আবছার জানান, এই দুই ইউনিয়নে চেয়ারম্যান, সাধারণ ও সংরক্ষিত আসনে ১৯৫টি ফরম জমা দেয়া হয়।
হ্নীলা ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬ জন, সংরক্ষিত আসনে ১৪ জন ও সাধারণ আসনে ৭৮ জন। এতে চেয়ারম্যান প্রার্থীরা হলেন- আওয়ামী লীগের এইচ কে আনোয়ার, বিএনপির জাফর আলাম মেম্বার, মাহবুব মোরশেদ, রাশেদ মাহমুদ আলী, অ্যাডভোকেট রশিদুল আলম চৌধুরী ও জাহির আহম্মদ। এছাড়া হোয়াইক্যং ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ জন, সংরক্ষিত আসনে ১৯ জন ও সাধারণ আসনে ৭৩ জন।
চেয়ারম্যান প্রার্থীরা হলেন- আওয়ামী লীগের ফরিদুল আলম জুয়েল, বিএনপির জোনায়েদ আলী চৌধুরী, স্বতন্ত্র অধ্যক্ষ নুর আহম্মদ আনোয়ারী, অ্যাডভোকেট মঈনুল হোসেন চৌধুরী, আলমগীর চৌধুরী।
অপরদিকে বাহারছড়া ও সেন্টমার্টিন ইউনিয়নের রির্টানিং কর্মকর্তা শামসুল আলম কুতুবী জানান, এই দুই ইউনিয়নে চেয়ারম্যান, সাধারণ ও সংরক্ষিত আসনে ১১৪টি ফরম জমা হয়েছে।
বাহারছড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে ১১ জন, সংরক্ষিত আসনে ১২ জন ও সাধারণ আসনে ৪৯ জন। চেয়ারম্যান প্রার্থীরা হলেন- আওয়ামী লীগের মৌলভী আজিজ উদ্দীন, বিএনপির মো. সেকান্দর, জাতীয় পার্টির জসিম উদ্দীন, সাইফুল্লাহ কোম্পানী, মোশারফ হোসেন চৌধুরী, মো. রফিক আলম, হাবিব উল্লাহ, রফিক উল্লাহ, হুমায়ন কাদের চৌধুরী, হাসিনা আক্তার, মৌলভী হাবিব উল্লাহ।
এছাড়া সেন্টমাটিন ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ জন, সংরক্ষিত আসনে ৯ জন ও সাধারণ আসনে ২৮ জন। চেয়ারম্যান প্রার্থীরা হলেন- আ.লীগের মুজিবুর রহমান, বিএনপির মৌলভী আব্দুর রহমান, নুর আহম্মদ মেম্বার, আব্দুর রহমান ও এম কেফায়েত উল্লাহ।
এদিকে নির্বাচন অফিস সূত্রে জানা যায়, আজ ও কাল মনোনয়নপত্র বাছাই অনুষ্ঠিত হবে। ২ মার্চ প্রত্যাহারের দিন। ৩ মার্চ প্রতীক বরাদ্দ এবং আগামী ২২ মার্চ নিবার্চন অনুষ্ঠিত হবে।
এদিকে মহেশখালীর ৭ ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে ৪০, সংরক্ষিত নারী আসনে ৯১ ও সাধারণ সদস্য পদে ৪০৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
উপজেলা নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট রির্টানিং কর্মকর্তা সূত্রে জানা যায়, ধলঘাটা ইউনিয়নে চেয়ারম্যান ৪ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ৮ জন, সাধারণ সদস্য পদে ৪৯ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। মাতারবাড়ীতে চেয়ারম্যান ৭ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১৩ জন, সাধারণ সদস্য পদে ৫৯ জন। কালারমারছড়া ইউপিতে চেয়ারম্যান ৭ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১৫ জন, সাধারণ সদস্য পদে ৬৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
হোয়ানক ইউপিতে চেয়ারম্যান পদে ৬ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১৬ জন, সাধারণ সদস্য পদে ৭২ জন। বড় মহেশখালীতে চেয়ারম্যান ৭ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১৭ জন, সাধারণ সদস্য পদে ৬৫ জন। ছোট মহেশখালী ইউপিতে চেয়ারম্যান ৫ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ৮ জন, সাধারণ সদস্য পদে ৪৬ জন এবং কুতুবজোম ইউপিতে চেয়ারম্যান পদে ৪ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১৪ জন ও সাধারণ সদস্য পদে ৪৬ জন প্রার্থীর মনোনয়নপত্র জমা পড়েছে।
কক্সবাজার জেলা নির্বাচন কর্মকর্তা মো. মিজবাহ উদ্দিন জানান, জমা পড়া মনোনয়নপত্র মঙ্গলবার এবং বুধবার বাছাই করা হবে। আগামী ২ মার্চ পর্যন্ত প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহার করতে পারবেন। ৩ মার্চ বৈধ প্রার্থীদের মাঝে দলীয় এবং স্বতন্ত্র প্রতীক বরাদ্দ দেয়া হবে। ২২ মার্চ অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ।
সায়ীদ আলমগীর/এফএ/এসএস/এবিএস