দেড় মাস ধরে নিখোঁজ প্রতিবন্ধী রমজান
গাজীপুরের কালীগঞ্জে মো. রমজান আলী (২০) নামে এক বুদ্ধি প্রতিবন্ধী যুবক গত দেড় মাস ধরে নিখোঁজ রয়েছেন। রমজান কালীগঞ্জ পৌর এলাকার বালীগাঁও গ্রামের মো. কামরুজ্জামানের ছেলে।
রমজানের মা মোখলেছা বেগম জানান, ৩ জানুয়ারি সকাল ৮টায় কালীগঞ্জ বাজারের উদ্দেশ্যে বের হয়ে আর ফিরে আসেনি রমজান। পরে মানুষের কথা মতো তাকে নিজ এবং আশপাশের উপজেলাসহ রাজধানীর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে তার কোনো সন্ধান পায়নি। এ ব্যাপারে রমজানের মা ওই মাসের ২৩ তারিখে কালীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (নং ৮৭৪) করেছেন ।
তিনি আরও জানান, তার ছেলে নিখোঁজ হওয়ার সময় পরনে ছাপারি সার্ট ও কালো রঙের প্যান্ট ছিল। তার গায়ের রং শ্যামলা, মুখ মন্ডল গোলাকার, মাথার চুল কালো ও ছোট, উচ্চতা আনুমানিক ৫ ফুট ৩ ইঞ্চি।
ছেলেটি তার ঠিকানা বলতে পারে না জানিয়ে তিনি বলেন, কোন সু-হৃদয়বান ব্যক্তি তার সন্ধান পেলে কালীগঞ্জ উপজেলা প্রেসক্লাব, মোবাইল নং- ০১৭২৬৯৫৩১৮৫ অথবা কালীগঞ্জ থানা, মোবাইল নং-০১৭৩৩৭৩৩৬৮ এ যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানান ।
কালীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহমান আরমান বলেন, প্রতিবন্ধী ওই যুবকটির জন্য কাঁদতে কাঁদতে তার মা মোখলেছা বেগম পাগল প্রায়। সন্ধান পেলে যোগাযোগের অনুরোধ রইলো।
কালীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুস্তাফিজুর রহমান জাগো নিউজকে জানান, রমজান আলীর ব্যাপারে দেশের বিভিন্ন থানায় তার ছবি ও তথ্য পাঠিয়েছি। তাপরও ওই বুদ্ধি প্রতিবন্ধী যুবকটির সন্ধান পেলে উল্লিখিত মোবাইল নম্বর দু’টিতে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।
আব্দুর রহমান আরমান/এফএ/এসএস/পিআর