প্রার্থী কোন দলের সেটা বিবেচনার বিষয় নয়


প্রকাশিত: ০১:২২ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০১৬

প্রার্থী কে কোন দলের তা আমাদের কাছে বিবেচিত নয়, সকল প্রার্থীকে সমান দৃষ্টিতে দেখা হবে। আর সে অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জাবেদ আলী।   

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে মঙ্গলবার দুপুরে পিরোজপুরের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

নির্বাচন কমিশনার বলেন, সুষ্ঠু, শান্তিপূর্ণ, নিরপেক্ষ এবং সকলের কাছে গ্রহণযোগ্য ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠানের লক্ষে আমাদের যা যা করা প্রয়োজন তার সব কিছুই করা হবে। জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ, গোষ্ঠি নির্বিশেষে সকলের ভোটদানের অধিকার নিশ্চিত করা হবে আর এজন্য সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

pirojpur
নির্বাচন কমিশনার আরো বলেন, অনেকেই কথায় কথায় ভারতের নির্বাচনী ব্যবস্থার তুলনা দেন কিন্তু ভারতের অনেক নির্বাচনী আইনের চেয়ে আমাদের দেশের নির্বাচনী আইন অনেক শক্তিশালী এবং কার্যকর।

পিরোজপুরের জেলা প্রশাসক মো. খায়রুল আলম শেখের সভাপতিত্বে পর্যালোচনা সভায় আরো উপস্থিত ছিলেন জেলা নির্বাচন অফিসার মো. আরিফুর হক, প্রেসক্লাবের সভাপতি মো. মাহমুদ হোসেন প্রমুখ।
 
হাসান মামুন/এআরএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।