স্কুলছাত্রী অপহরণ-ধর্ষণ: পতেঙ্গা থেকে ৩ টিকটকার গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৫:০০ পিএম, ০৯ জানুয়ারি ২০২৩

চট্টগ্রামের ভুজপুর থানা এলাকায় অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীকে অপহরণ ও ধর্ষণের ঘটনায় জড়িত তিনজনকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতাররা সামাজিক যোগাযোগমাধ্যমের টিকটকার হিসেবে পরিচিত।

সোমবার (৯ জানুয়ারি) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‌্যাব-৭।

গ্রেফতাররা হলেন- সুনামগঞ্জ জেলার সদর থানার পাইকপাড়া গ্রামের ইব্রাহিম আলীর ছেলে রুয়েল আহমেদ(২১), নেত্রকোনা জেলার মদন থানাধীন কান্দাপাড়া গ্রামের মো. শাহজাহানের ছেলে মো. অনিক (২০) এবং সিলেট জেলার বিশ্বনাথ থানাধীন বরুনী গ্রামের মোকাদ্দেসের ছেলে ইমন মিয়া(১৮)। তারা নগরীর পতেঙ্গা থানাধীন কাটগড় এলাকায় বসবাস করেন।

র‌্যাব-৭ এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক মো. নূরুল আবছার জানিয়েছেন, গতকাল রোববার দুপুর পৌনে ২টার দিকে কাটগড় এলাকার ভাড়া বাসা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর রাতেই তাদের ভুজপুর থানা হেফাজতে সোপর্দ করা হয়েছে।

তিনি বলেন, আট মাস আগে টিকটকের মাধ্যমে আসামি রুয়েল আহমেদের সঙ্গে চট্টগ্রামের ভুজপুরের ভুক্তভোগী কিশোরীর পরিচয়। এরপর বিভিন্ন সময় মোবাইলে ওই কিশোরীকে উত্যক্ত করতো রুয়েল। তিন মাস আগে রুয়েল সুনামগঞ্জ থেকে পতেঙ্গায় বন্ধু অনিকের বাসায় চলে আসেন। পরে পোশাক কারখানায় কাজ নেন। গত ৪ জানুয়ারি স্কুলে যাওয়ার সময় ভুজপুরের হেয়াকো এলাকা থেকে ভুক্তভোগীকে রুয়েল ও তার দুই সহযোগী মিলে অপহরণ করে নগরীতে অনিকের বাসায় নিয়ে যায়।

এ ঘটনায় ভুক্তভোগী স্কুলছাত্রীর পরিবার ভুজপুর দাঁতমারা পুলিশ তদন্ত কেন্দ্রে সাধারণ ডায়েরি করেন।

পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পতেঙ্গার কাটগড় থেকে অপহরণ ও ধর্ষণে জড়িত তিন আসামিকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে র‌্যাব।

ইকবাল হোসেন/এমকেআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।