আইন লঙ্ঘন : বিচ হ্যাচারি পর্ষদ সদস্যদের জরিমানা


প্রকাশিত: ০২:৪৭ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০১৬

সিকিউরিটিজ আইন লঙ্ঘনের দায়ে পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষাঙ্গিক খাতের কোম্পানি বিচ হ্যাচারি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও পরিচালকদের প্রত্যেককে এক লাখ টাকা জরিমানা করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

মঙ্গলবার কমিশনের ৫৬৭তম সভায় এ জরিমানা করা হয়েছে বলে জানিয়েছেন বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সাইফুর রহমান।

জানা গেছে, বিচ হ্যাচারি লিমিটেড (ইস্যুয়ার) ২০১৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন দাখিলে ব্যর্থ হয়েছে। যা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ, ১৯৮৭ এর রুলস ১২ লঙ্ঘন। অনুরুপভাবে ৩১ মার্চ ২০১৫ সালের সমাপ্ত প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন, ৩০ জুন ২০১৫ সালের সমাপ্ত অর্ধবার্ষিক আর্থিক প্রতিবেদন দাখিলে ব্যর্থ হয়েছেন। যা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ রুলস, ১৯৮৭ এর রুল ১৩ এবং কমিশনের নোটিফিকেশন নং এসইসি/সিএমআরআরসিডি/২০০৮-১৮৩/অ্যাডমিন/০৩-৩১, তারিখ: ২৭ সেপ্টেম্বর ২০০৯ এর লঙ্ঘন।

উল্লেখিত সিকিউরিটিজ আইন ভঙ্গের কারণে কমিশন বিচ হ্যাচারির ব্যবস্থাপনা পরিচালকসহ প্রত্যেক পরিচালককে (সতন্ত্র পরিচালক ব্যতিত) এক লাখ টাকা করে জরিমানা করেছে।

এসআই/একে/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।