নেত্রকোনা জেলা আ.লীগের সভাপতি মতিয়র সম্পাদক খসরু


প্রকাশিত: ০৩:০৪ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০১৬

মতিয়র রহমান খানকে সভাপতি ও আশরাফ আলী খান খসরুকে সাধারণ সম্পাদক করে নেত্রকোনা জেলা আওয়ামী লীগের কমিটি করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে নেত্রকোনা পৌর-শহরের মোক্তারপাড়া মাঠে ত্রি-বার্ষিক সম্মেলন শেষে এ ঘোষণা দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।

এসময় সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের কথা ভাবেন, জনগণের জন্য সময় দেন। আর এজন্য দেশ আজ উন্নত হয়েছে। দেশ এগিয়ে যাচ্ছে। তার কোনো তুলনা হয় না। দেশ কত এগিয়েছে, তার নিদর্শন আপনারা দেখতে পাচ্ছেন।

সম্মেলনে আরো বক্তব্য রাখেন, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরউল্লাহ, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) আহমেদ হোসেন, ধর্মমন্ত্রী মতিউর রহমান, উপ-প্রচার সম্পাদক অসীম কুমার উকিল, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মীর্জা আজম প্রমুখ।

কামাল হোসাইন/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।