নাভারনে বিপুল পরিমাণ ভারতীয় ফল ঊদ্ধার


প্রকাশিত: ০৮:৫১ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০১৬

যশোরের শার্শা উপজেলার নাভারন থেকে বিপুল পরিমাণ ভারতীয় ফল ঊদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। ঊদ্ধারকৃত ফলের মূল্য ৯৫ লাখ ২৮ হাজার ৩৫০ টাকা।

যশোর ২৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে একটি টহল দল সোমবার রাতে নাভারণ পাকা রাস্তার উপরে অভিযান চালিয়ে এসব ফল ঊদ্ধার করে।

ভারত থেকে শুল্ক ফাঁকি দিয়ে ২৮ হাজার ৪শ‘১৬ কেজি আঙ্গুর, কমলা ও আনার দেশে আনা হয়। ঊদ্ধারকৃত মালামাল যশোর শুল্কগুদাকে জমা করা হয়েছে বলে তিনি জানান।

মো. জামাল হোসেন/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।