পোপ ষোড়শ বেনেডিক্টের মৃত্যুতে শোক বইয়ে সই পররাষ্ট্রমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:০৭ এএম, ১২ জানুয়ারি ২০২৩
ঢাকায় ভ্যাটিকান দূতাবাসের শোক বইয়ে সই করেন পররাষ্ট্রমন্ত্রী

খ্রিস্টান ধর্মাবলম্বীদের সাবেক ধর্মগুরু পোপ ষোড়শ বেনেডিক্টের মৃত্যুতে শোক বইয়ে সই করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। বুধবার (১১ জানুয়ারি) ঢাকায় ভ্যাটিকান দূতাবাস পরিদর্শনকালে শোক বইয়ে সই করেন মন্ত্রী।

দূতাবাসের শোক বইতে পররাষ্ট্রমন্ত্রী লেখেন, ‘আমরা পোপ ইমেরিটাস ষোড়শ বেনেডিক্টের মৃত্যুতে গভীরভাবে শোকাহত। পোপ ইমেরিটাসের মৃত্যু নিশ্চিতভাবে সমগ্র মানবতার জন্য এক অপূরণীয় ক্ষতি।’

ড. এ কে আবদুল মোমেন আরও লেখেন, ‘পোপ ইমেরিটাস ষোড়শ বেনেডিক্ট সারা বিশ্বে শান্তি, উন্নয়ন এবং মানবাধিকারের লক্ষ্যে তার অক্লান্ত প্রয়াসের জন্য স্মরণীয় হয়ে থাকবেন। তার দিকনির্দেশনায় বাংলাদেশের ক্যাথলিক সম্প্রদায় শিক্ষা ও সামাজিক সেবার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে।’

‘আমি আত্মবিশ্বাসী যে, বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতি রক্ষা এবং মানবাধিকার রক্ষায় পোপ ইমেরিটাস ষোড়শ বেনেডিক্টের শিক্ষাকে সমুন্নত রাখবে’, যোগ করেন মন্ত্রী।

এদিকে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পররাষ্ট্রমন্ত্রী সারা বিশ্বের ক্যাথলিক সম্প্রদায় এবং পোপ ইমেরিটাস ষোড়শ বেনেডিক্টের আধ্যাত্মিক শিক্ষায় আশীর্বাদপ্রাপ্ত সবার প্রতি তার আন্তরিক সমবেদনা জানিয়েছেন।

কেএসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।