সাবেক গভর্নর একেএন আহমেদ আর নেই


প্রকাশিত: ১২:২৮ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০১৬

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর একেএন আহমেদ মারা গেছেন। বুধবার বাংলাদেশ সময় বিকেলে তিনি যুক্তরাষ্ট্রে মারা যান বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এদিকে সাবেক এই গভর্নরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ ব্যাংককের বর্তমান গভর্নর ড. আতিউর রহমান।
গণমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় তিনি মরহুমের আত্মার শান্তি কামনা করেন। এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানান।

উল্লেখ্য, একেএন আহমেদ বাংলাদেশ ব্যাংকের দ্বিতীয় গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ১৯৭৪ সাল থেকে ১৯৭৬ সালের জুলাই পর্যন্ত এই পদে ছিলেন।

এসএ/এসকেডি/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।