আওয়ামী লীগ নেতার এপিএস পরিচয়ে প্রতারণা, যুবক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৪১ পিএম, ১৮ জানুয়ারি ২০২৩

আবু হুরায়রা ওরফে খালিদ (২৫)। গত কয়েক বছর ধরে নিজেকে পরিচয় দিতেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেনের ব্যক্তিগত সহকারী (এপিএস) বলে। বিভিন্ন এমপি, মন্ত্রী, রাজনৈতিক নেতা ও সরকারি বিভিন্ন কর্মকর্তাদের ফোন দিয়ে বিভিন্ন সুবিধা পাইয়ে দেওয়া, দলীয় লোকজনদের পদ দেওয়াসহ নানা লোভ দেখিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিতেন তিনি। বিকাশ ও নগদের মাধ্যমে করতেন অর্থ লেনদেন। এমন অভিনব প্রতারককে গ্রেফতার করেছে ঢাকা জেলা পুলিশ। এসময় তার ব্যবহৃত মোবাইলফোন ও সিম জব্দ করা হয়েছে।

বুধবার (১৮ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় ঢাকা জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মোবাশশিরা হাবীব খান।

তিনি বলেন, আবু হুরায়রা ওরফে খালিদের প্রতারণার বিষয়ে অভিযোগ পাওয়া যায়। পরে তথ্যপ্রযুক্তির মাধ্যমে রংপুর সদরের কতোয়ালি থেকে তাকে গ্রেফতার করা হয়। খালিদ পেশায় বাংলাদেশ বেতারের একজন রেডিও টেকনিশিয়ান ছিলেন। প্রতারণার অভিযোগে তাকে চাকরি হারাতে হয়। এরপর রংপুর মহানগরীতে চলে যান। সেখানে গত কয়েক বছর ধরে নিজেকে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেনের ব্যক্তিগত সহকারী (এপিএস) পরিচয় দিয়ে বিভিন্ন এমপি, মন্ত্রী, দলটির বিভিন্ন স্তরের নেতাকর্মী এমনকি বিরোধী রাজনৈতিক নেতাকর্মী ও সরকারি বিভিন্ন কর্মকর্তাদের ফোন দিতেন।

আরও পড়ুন: ফোনে ফোনে চলে অবৈধ মানি এক্সচেঞ্জ ব্যবসা, সিআইডির কড়াবার্তা

মোবাশশিরা হাবীব বলেন, ভুয়া এপিএস পরিচয় দেওয়া খালিদ ফোন দিয়ে তাদের বিভিন্ন সুবিধা পাইয়ে দেওয়ার কথা বলে বিভিন্ন অঙ্কের টাকা দাবি করতেন। এইভাবে দীর্ঘদিন ধরে বিকাশ ও নগদের মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নেন। তার বিকাশে সর্বশেষ ছয় লাখ টাকার লেনদেন পাওয়া যায়।

আরও পড়ুন: বিয়ে বাড়িতে হট্টগোল, চাঁদা দাবি: তৃতীয় লিঙ্গের চারজন গ্রেফতার

প্রতারণার সঙ্গে আওয়ামী লীগের কোনো নেতা জড়িত কি না জানতে চাইলে তিনি বলেন, এখনো এ ধরনের কিছু পাওয়া যায়নি। ঘটনায় অন্য কেউ জড়িত আছে কি না সে ব্যাপারে তদন্ত চলছে।

আরও পড়ুন: ভুয়া নিয়োগপত্র দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেন তারা

এদিকে প্রতারক খালিদের বিরুদ্ধে ঢাকার সাভার মডেল থানায় একটি মামলা করা হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

আরএসএম/আরএডি/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।