কুমিল্লায় জামায়াতের আমীরের মাহফিল বন্ধ করে দিয়েছে পুলিশ
জেলার দেবিদ্বার উপজেলার ফতেহাবাদ গ্রামে আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিলে ব্রাহ্মণপাড়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমান আতিকীর আগমন ঠেকাতে স্থানীয়দের মাঝে উত্তেজনা দেখা দিয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বুধবার সন্ধ্যায় দেবিদ্বার থানা পুলিশ মাহফিল বন্ধের নির্দেশ দিয়েছে বলে জানা গেছে।
জানা যায়, আগামী শুক্রবার জেলার দেবিদ্বার উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের ফতেহাবাদ গ্রামের মধ্যপাড়া বায়তুল আমান জামে মসজিদের সামনে স্থানীয় শিবির কর্মীরা এক তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করে। কিন্তু এতে প্রধান বক্তা হিসেবে জেলার ব্রাহ্মণপাড়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমান আতিকীর নাম দিয়ে পোস্টারসহ প্রচারণা চালানোর পর এলাকায় স্থানীয় আ.লীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দসহ প্রতিবাদ জানায়।
তারা যে কোনো মূল্যে ওই জামায়াত নেতার আগমন ঠেকানোর ঘোষণা দেয় এবং আইজিপি, জেলা প্রশাসক, পুলিশ সুপার, ওসির কাছে অভিযোগ দাখিল করে।
এদিকে তাফসিরুল কোরআন মহাফিল নিয়ে বিবদমান দু’গ্রুপের উত্তেজনার খবর পেয়ে বুধবার দেবিদ্বার থানার এসআই নুরুল ইসলাম পুলিশ নিয়ে ফতেহাবাদ গ্রামে গিয়ে প্রশাসনের অনুমতি না থাকায় সন্ধ্যায় ওই ওয়াজ মাহফিল বন্ধের নির্দেশ দেন।
এ বিষয়ে এসআই নুরুল ইসলাম জানান, অনুষ্ঠানের বক্তা অতিথি উপজেলা জামায়াতের একজন আমীর, তাই আয়োজক ও স্থানীয় লোকদের মাঝে এ নিয়ে দুটি গ্রুপের সৃষ্টি হয়েছে। এছাড়াও এ বিষয়ে প্রশাসনের অনুমতি নেই। তাই আগামী শুক্রবারের তাফসিরুল কোরআন মাহফিল বন্ধের নির্দেশ দেয়া হয়েছে।
মো. কামাল উদ্দিন/ এমএএস/এবিএস