লক্ষ্মীপুরের সেই বিরিয়ানির হোটেল সিলগালা : তদন্ত কমিটি গঠন
লক্ষ্মীপুরে নাছির বিরিয়ানি হাউস অ্যান্ড রেস্টুরেন্টের বিরিয়ানি খেয়ে লিটন (৩৫) নামের এক ব্যক্তির মৃত্যু ও সদর হাসপাতালের ৮ জন চিকিৎসকসহ ১৫ জন অসুস্থের ঘটনায় সেই হোটেলটি সিলগালা করে দেয়া হয়েছে।
বুধবার দুপুরে ভোক্তা অধিকার আইনে নাছির বিরিয়ানি হাউস অ্যান্ড রেস্টুরেন্টকে দুই লাখ টাকা জরিমানা ও অনাদায়ে মালিকের ৩ মাসের জেল দেয়া হয়। এসময় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নুরুজ্জামান প্রতিষ্ঠানটি সিলগালা করে দিয়েছেন।
এদিকে, এ ঘটনায় একই সময় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। জেলা সিভিল সার্জন গোলাম ফারুক ভূঁইয়াকে প্রধান করে ৭ সদস্যের এ কমিটি গঠন করা হয়। ওই কমিটি একই সময়ে সরবরাহ করা এক প্যাকেট বিরিয়ানি সংগ্রহ করে সংশ্লিষ্টদের মাধ্যমে ঢাকা বিএসটিআইতে পরীক্ষার জন্য পাঠিয়েছে।
সদর হাসপাতালে মঙ্গলবার ব্র্যাক আয়োজিত স্বাস্থ্যবিষয়ক কর্মশালায় স্থানীয় নাছির বিরিয়ানি হাউস অ্যান্ড রেস্টুরেন্ট বিরিয়ানি সরবরাহ করেছিল। ওই কর্মশালার খাবার খেয়ে সদর হাসপাতালের ৮ জন চিকিৎসকসহ ১৫ জন অসুস্থ হয়ে চিকিৎসা নিচ্ছেন।
হাসপাতালের সার্জারি বিভাগের কনসালটেন্ট আবুল খায়ের তার খাবার প্যাকেটটি আয়া পারুল বেগমকে দেয়। পারুল খাবারটি স্বামী লিটন হোসেন ও মেয়ে চাঁদনীকে খেতে দেয়। খাবারের পর রাতে দুজনই বাড়িতে অসুস্থ হয়ে পড়ে। সকালে হাসপাতালে নেওয়ার পথে লিটন মারা যায়।
লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নুরুজ্জামান জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ২০০৯ এর ৫৩ ধারায় খাবার সরবরাহকারী প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা অনাদায়ে মালিকের ৩ মাসের জেল দেয়া হয়। এসময় প্রতিষ্ঠানটি সিলগালা করে দেয়া হয়েছে।
কাজল কায়েস/ এমএএস/বিএ