নৌপরিবহন সচিব

দেশের নিরাপত্তা ও উন্নয়নে ভূমিকা রাখছেন মেরিনরা

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৪৭ পিএম, ২০ জানুয়ারি ২০২৩
মেরিনার্স সোসাইটির পুনর্মিলনী অনুষ্ঠানে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তফা কামাল

দেশের নিরাপত্তা ও অর্থনৈতিক উন্নয়নে মেরিনরা অবদান রাখছেন বলে জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তফা কামাল।

শুক্রবার (২০ জানুয়ারি) মেরিনার্স সোসাইটির পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

রাজধানীর বারিধারায় সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এই অনুষ্ঠান হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ মেরিনার্স সোসাইটির (বিএমএস) প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার এম এ রশিদ।

নৌপরিবহন সচিব বলেন, মেরিনরা তাদের প্রিয়জন ও পরিবারের মায়া ত্যাগ করে দুঃসাহসিক পেশায় নিয়োজিত হয়ে দেশের নিরাপত্তা ও অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখছেন। এ ত্যাগ যেমন অনন্য তেমনি সম্মানেরও।

অনুষ্ঠানে বিএমএস সোসাইটির কার্যক্রম ও ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন নৌপরিবহন সচিব মোস্তফা কামাল।

সঙ্গীত শিল্পী রবি চৌধুরী, বেলি আফরোজ ও সাউথ পয়েন্ট কলেজের কালচারাল ফোরামের সাংস্কৃতিক পরিবেশনার মধ্যে দিয়ে শেষ হয় অনুষ্ঠান।

এতে উপস্থিত ছিলেন বিএমএস’র উপদেষ্টা ও শিপিং করপোরেশনের প্রাক্তন মহাপরিচালক ক্যাপ্টেন শফিকুল্লাহ্, সভাপতি ইঞ্জিনিয়ার মোখলেসুর রহমান ঢালী এবং সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার রইস উদ্দিন।

এমএইচএম/জেডএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।