গ্রামের বাড়িতে পৌঁছেছে ৫ শ্রমিকের মরদেহ


প্রকাশিত: ০২:০৫ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০১৬

ধলেশ্বরী নদীতে বালু বোঝাই ট্রলার ডুবিতে নিহত ৫ শ্রমিকের মরদেহ সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার নিজ গ্রামের বাড়িতে আনা হয়েছে। সকালে মরদেহগুলো গ্রামের বাড়িতে পৌঁছলে পুরো এলাকায় নেমে আসে শোকের ছায়া।

পরিবারের সদস্য, গ্রামবাসীসহ আত্মীয় ও বন্ধু বান্ধবদের কান্নায় এলাকার আকাশ বাতাস ভারী হয়ে ওঠে। নিহতদের মরদেহ গ্রামের কবরস্থানে যোহরের নামাজের পর দাফন করা হয়। এর আগে তাদের নামাজে জানাজায় বিপুল সংখ্যক মানুষ অংশ নেন।

উল্লেখ্য, উল্লাপাড়া উপজেলার গারেশ্বর ও ফাজিল নগর গ্রামের ৫ শ্রমিক গত ১৫ দিন আগে কাজের সন্ধানে মুন্সিগঞ্জে যায়।

বুধবার সকালে মুন্সীগঞ্জের মুক্তারপুরে ধলেশ্বর নদীতে বালু বোঝাই ট্রলার নিয়ে পৌঁছালে, বিপরীত দিক থেকে আসা অপর একটি মাটি বোঝাই ট্রলার ধাক্কা দিলে বালুবোঝাই ট্রলারটি ডুবে যায়। পরবর্তীতে নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করে ডুবুরি দল।

বাদল ভৌমিক/এফএ/এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।