এনামুল হক মোস্তফা শহীদের মৃত্যুতে জনপ্রশাসন প্রতিমন্ত্রীর শোক


প্রকাশিত: ০২:৫৭ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০১৬

সাবেক সমাজকল্যাণ মন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক।

বৃহস্পতিবার প্রতিমন্ত্রী এক শোক বার্তায় বলেন, এনামুল হক মোস্তফা শহীদ ছিলেন বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত এবং মহান মুক্তিযুদ্ধ ও গণতন্ত্রের চেতনায় সমুজ্জল।

তিনি বলেন, ১৯৫২’র ভাষা আন্দোলন থেকে শুরু করে ৬৬’র ৬ দফা, ৬৯’র গণঅভ্যুত্থানসহ মহান মুক্তিযুদ্ধে তার গৌরবোজ্জল ভূমিকা জাতি সশ্রদ্ধচিত্তে স্মরণ করবে।

ইসমাত আরা সাদেক বলেন, খ্যাতিমান ও অভিজ্ঞ এই রাজনীতিবিদ ছিলেন মুক্তিকামী মানুষের চেতনায় অবিচল ও আপোষহীন। তিনি সারা জীবন শোষণ, বঞ্চনা ও বৈষম্য অবসানের স্বপ্ন দেখেছেন।

তিনি আরো বলেন, মানবদরদী এই ব্যক্তি ছিলেন শ্রমজীবী মানুষের কল্যাণে অত্যন্ত নিবেদিত প্রাণ। তার মৃত্যু জাতির জন্য অপূরণীয় ক্ষতি।

প্রতিমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

এনামুল হক মোস্তফা শহীদ বৃহস্পতিবার রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়েস হয়েছিল ৭৮ বছর।

একে/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।