সুশিক্ষিতরাই দেশকে আলোকিত করতে পারে


প্রকাশিত: ০৫:০২ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০১৬

কক্সবাজারের জেলা প্রশাসক মো. আলী হোসেন বলেছেন, সুশিক্ষিতরা-ই স্বীয় মেধার আলোয় দেশকে আলোকিত করতে পারে। আর মেধার বিকাশ সাধনে মনীষীদের নির্দেশনামূলক বই পাঠ অতীব জরুরী। এটি পূরণ করতে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচি অগ্রণী ভূমিকা রাখছে। তাই প্রতিষ্ঠান ভিত্তিক শিক্ষার্থীদের শ্রেণি পাঠ্যের সঙ্গে বিভিন্ন ধরনের বই পড়ার প্রতি আরো গুরুত্ব দেয়ার জন্য পরামর্শ দেন তিনি।

বিশ্বসাহিত্য কেন্দ্র পরিচালিত বইপড়া কর্মসূচি ‘দেশভিত্তিক উৎকর্ষ কার্যক্রম’র আওতায় শিক্ষার্থীদের মাঝে বই বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বৃহস্পতিবার দুপুরে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে বই বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্র্যাক ব্যাংক’র বিকাশ কার্যক্রমের হেড অব এক্সটারনাল কর্পোরেট অ্যাফেয়ার্স ক্যাপ্টেন সাবের শরিফ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের পরিচালক শরিফ মো. মাসুদ।

অতিথিরা কক্সবাজার সিটি কলেজ, বঙ্গবন্ধু মহিলা কলেজ, ইসলামিয়া বালিকা কামিল মাদ্রাসা, আলমাছিয়া ফাজিল মাদ্রাসা, ছুরতিয়া সিনিয়র আলিম মাদ্রাসা, মহেশখালী ডিগ্রি কলেজ ও রামু ডিগ্রি কলেজসহ কক্সবাজারের ৭টি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে বই তুলে দেন।

বিশ্বসাহিত্য কেন্দ্রের পরিচালক শরিফ মো. মাসুদ বলেন, দেশে আলোকিত মানুষ গড়ার স্বপ্ন নিয়ে বিশ্বসাহিত্য কেন্দ্র গত ৩৭ বছর ধরে সারাদেশে স্কুল ও কলেজ শিক্ষার্থীদের জন্য নানাবিধ উৎকর্ষধর্মী কার্যক্রম পরিচালনা করে আসছে। দেশভিত্তিক উৎকর্ষ কার্যক্রম এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য।

সারাদেশে এ কর্মসূচির আওতায় প্রায় ২ হাজার শিক্ষা প্রতিষ্ঠানে ২ লাখ শিক্ষার্থী বই পড়ার সুযোগ পাচ্ছে।

তিনি আরো বলেন, কক্সবাজারের সব মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসায় বইপড়া কর্মসূচি সফলভাবে পরিচালিত হচ্ছে। বিকাশের সহযোগিতায় কলেজ শিক্ষার্থীদের জন্য এ কর্মসূচি শুরু করা হয়। ‘দেশভিত্তিক উৎকর্ষ কার্যক্রম’-এ বিশ্বসাহিত্য কেন্দ্রকে ৩৫ হাজার বই প্রদান করেছে বিকাশ। এসব বই দিয়ে প্রায় ৪০০ শিক্ষা প্রতিষ্ঠানের ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির প্রায় ৩০ হাজার শিক্ষার্থীর মাঝে বইপড়া কর্মসূচি পরিচালিত হবে।

বিকাশ এর হেড অব এক্সটারনাল কর্পোরেট অ্যাফেয়ার্স ক্যাপ্টেন সাবের শরিফ বলেন, সহজ, নিরাপদ ও সাশ্রয়ী মূল্যে মোবাইল ব্যাংকিং সেবার সঙ্গে বইপড়ুয়া মানুষের মনের খোরাক মিটিয়ে সমাজকে আলোকিত করতে চায় বিকাশ। এভাবে নিজ নিজ অবস্থান থেকে নবাই এগিয়ে এলে দেশের উন্নয়ন অবধারিত।

বিশ্বসাহিত্য কেন্দ্র জানায়, কর্মসূচির আওতায় একজন শিক্ষার্থী বছরে ১২ থেকে ১৬টি শিরোনামের বই পড়ার সুযোগ পাবে। ২০১৪ সাল থেকেই বিকাশ বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির সাথে স¤পৃক্ত হয়ে ২০১৪ সালে ৩৪ হাজার এবং ২০১৫ সালে ৩০ হাজার বই প্রদান করেছে।

অনুষ্ঠানে চট্টগ্রাম ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও মহেশখালী কলেজের অধ্যক্ষ জসিম উদ্দিন, ইসলামীয়া কামিল মাদ্রাসার শিক্ষক কামাল উদ্দিনসহ সাত উচ্চ শিক্ষাপ্রতিষ্টানের প্রধানগণ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সায়ীদ আলমগীর/এমএএস/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।