যজ্ঞেশ্বর হত্যাকারীদের ফাঁসির দাবি


প্রকাশিত: ০৭:৩৬ এএম, ২৬ ফেব্রুয়ারি ২০১৬

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার গৌড়ীয় মঠের অধ্যক্ষ যজ্ঞেশ্বর রায়কে জবাই করে হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের ফাঁসির দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, আমরা বর্তমান সরকারের কাছে আশা করেছিলাম এবং দাবি করেছিলাম একটি সংখ্যালঘু কমিশন গঠনের। কিন্তু সরকার এ ব্যাপারে এখনো নিশ্চুপ। আমরা মনে করি যদি সরকার একটি সংখ্যালঘু কমিশন গঠন করতো তাহলে আজকে এই ধরনের ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার হতো। তাই একটি সংখ্যালঘু কমিশন গঠন এখন সময়ের দাবি।

বক্তারা আরো বলেন, বর্তমানে যে সিলেট, হবিগঞ্জ, যশোর, পিরোজপুর, ধামরাই, বরিশাল, গোপালগঞ্জে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতন অতীতের সকল রেকর্ড অতিক্রম করেছে।

দোষীদের বিচারের আওতায় এনে দ্রুত শাস্তি প্রদানের আহ্বান জানিয়ে বক্তারা বলেন, অন্যথায় সারা দেশে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

সংগঠনের সভাপতি ড. প্রভাস চন্দ্র রায়ের সভাপতিত্বে মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন, সংগঠনের মহাসচিব আনন্দ কুমার বিশ্বাস, প্রধান সমন্বয়ক শ্যামল কুমার রায়, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী মনোরঞ্জন ঘোষাল প্রমুখ।

এএস/এমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।