ডেমরায় দোকান থেকে ১০০ ভরি স্বর্ণ লুট


প্রকাশিত: ১১:১১ এএম, ২৬ ফেব্রুয়ারি ২০১৬

ডেমরার শেরুলিয়া মনু মিয়া কমপ্লেক্সের একটি দোকান থেকে কমপক্ষে ১০০ ভরি স্বর্ণ লুট করেছে ডাকাতরা। এ ঘটনায় এক দোকান কর্মচারী গুরুতর আহত হয়েছে।
 
শুক্রবার দুপুরে জুম’য়ার নামাজের বিরতির সময় কেয়া জুয়েলার্সে এ ঘটনায় ঘটে। ডেমরা থানার ওসি এসএম কাউসার আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান,  জুম’য়ার নামাজের বিরতির সময় দোকানের একটি সাটার বন্ধ করে দুই কর্মচারী ভেতরে ছিলেন। এসময় কয়েকজন ডাকাত সেখানে অস্ত্রসহ প্রবেশ করে কাঁচ ভেঙে স্বর্ণালংকার লুট করে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি আরো জানান, স্বর্ণালংকার লুটের পর তারা মাইক্রোবাসে যোগে পালিয়েছে। এঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি।

এআর/এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।