গৌরীপুরে ট্রেন দুর্ঘটনায় আহত ২০


প্রকাশিত: ১১:১৭ এএম, ২৬ ফেব্রুয়ারি ২০১৬

গৌরিপুর রেলস্টেশনের ঢুকার সময় ময়মনসিংহগামী যাত্রীবাহী লোকাল ট্রেনের দুইটি বগি ও ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে।এসময় ট্রেনের ছাদ থেকে পড়ে অন্তত ২০ জন যাত্রী আহত হয়। ফলে জারিয়া-ঝাঞ্জাইল, চট্টগ্রাম, মোহনগঞ্জ তিনটি রেলপথের যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।শুক্রবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত দুইজনকে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়া হয়। এছাড়া ময়মনসিংহ মেডিকেলে আরো সাতজনকে নেয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেনের ইঞ্জিনটি ১নং লাইনে ঢুকার পর সিগন্যাল থেকে ২নং লাইনে দেয়ায় এ দুর্ঘটনা ঘটে। ইঞ্জিন ১নং লাইনে ও বগি ২নং লাইনে চলে যাওয়ায় দুইটি রেলপথের ক্রসিং পয়েন্ট ও আউটার সিগন্যালের খুঁটিও ভেঙে যায়।

Traim

ট্রেনের পরিচালক এজে খান জানান, ইঞ্জিন ও চারটি বগিতে প্রায় চারশত যাত্রী নিয়ে ট্রেনটি মোহনগঞ্জ থেকে ছেড়ে আসে। গৌরীপুর জংশনের ক্রসিং পয়েন্টে ২৮০৯নং ইঞ্জিন ও ১৮২৭নং বগি দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধারকারী ট্রেনটি ঘটনাস্থলে পৌঁছেনি।

আতাউল করিম খোকন/এআরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।