ছাদবাগানে গাঁজা চাষ, বাবা-ছেলে গ্রেফতার

বাসার ছাদে যত্ন করে টবে লাগিয়েছিলেন দুটি গাঁজার গাছ। এই গাছই কাল হলো বাবা-ছেলের। বিষয়টি জানতে পেরে তাদের গ্রেফতার করেছে পুলিশ। একই সঙ্গে ওই গাঁজার গাছ উদ্ধার করা হয়।
এ ঘটনাটি ঘটে রাজধানীর ডেমরায়। গ্রেফতাররা হলেন আব্দুল ওহাব (৬৬) ও তার ছেলে মো. মাহমুদুল হাসান (২৯)।
আরও পড়ুন: সংসদ ভবনের মাঠে গাঁজা গাছ!
বুধবার (১ ফেব্রুয়ারি) ডেমরা জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মধুসূদন দাস এ তথ্য জানান।
তিনি বলেন, ডেমরা থানাধীন পশ্চিম বক্সনগর এলাকায় ‘মনি ভিলা’ নামের একটি বাসার ছাদে গাঁজার চাষ হচ্ছে বলে জানা যায়। এমন খবরে ডেমরা থানার ওসি মো. শফিকুর রহমানের নেতৃত্বে এক দল পুলিশ ওই বাড়ির ছাদে গিয়ে দুটি টবে গাঁজার গাছ উদ্ধার করেন।
আরও পড়ুন: বাড়ির আঙিনা থেকে ১০০ গাঁজা গাছ জব্দ, দম্পতি পলাতক
গ্রেফতারদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে এসি বলেন, গ্রেফতাররা সম্পর্কে বাবা-ছেলে। তারা বাসার ছাদে অন্যান্য গাছের আড়ালে গাঁজা চাষ করছিলেন। গত ৪-৫ মাস আগে যত্ন করে গাছ দুটি বড় করেন তারা। গ্রেফতারদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে ডেমরা থানায় মামলা হয়েছে।
আরও পড়ুন: বাড়ির আঙিনায় ১৩ ফুট উচ্চতার গাঁজার গাছ, কবিরাজ গ্রেফতার
টিটি/জেডএইচ/জেআইএম