শার্শায় ফেনসিডিলসহ দুই সহোদর আটক


প্রকাশিত: ০১:১৩ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০১৬
ফাইল ছবি

যশোরের শার্শা উপজেলার পান্তাপাড়া গ্রাম থেকে ভারতীয় ফেনসিডিলসহ দুই সহোদরকে আটক করেছে পুলিশ। আটকরা হলেন, ওই এলাকার নওশের আলীর ছেলে কুরবান আলী (২২) ও আরমান আলী (২০)। শুক্রবার সকালে তাদের আটক করা হয়।

শার্শা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মুরাদ হোসেন জানান, দুই সহোদর ফেনসিডিল নিয়ে শার্শা থেকে যশোরের উদ্দেশ্যে রওনা হচ্ছে, এমন খবরের ভিত্তিতে পুলিশ শার্শার পান্তাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। এসময় তাদের কাছ থেকে ১৫১ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শার্শা থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

জামাল হোসেন/এআরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।