সাতক্ষীরায় ৬ কোটি টাকার ভারতীয় মার্বেল জব্দ


প্রকাশিত: ০৮:২৮ এএম, ২৭ ফেব্রুয়ারি ২০১৬

সাতক্ষীরার ভোমরা বন্দর এলাকায় অভিযান চালিয়ে ৬ কোটি টাকার ভারতীয় মার্বেল জব্দ করেছে বিজিবি। সুবেদার হুমায়ন কবিরের নেতৃত্বে শুক্রবার রাতে ৪টি কাভার্ড ভ্যান ভর্তি ৭৬টন ভারতীয় গ্রানাইট মার্বেল পাথর জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি।

ভোমরা শুল্ক স্টেশনের সহকারী কমিশনার শরিফ আল-আমিন জানান, দুই কাস্টমস কর্মকর্তার স্বাক্ষর জাল করে ভারতীয় সীমানা অতিক্রম করে আনা হয়েছে।

সাতক্ষীরা ৩৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আরমান হোসেন পিএসসি জাগো নিউজকে জানান, অবৈধভাবে ভারত থেকে বিপুল পরিমাণ মার্বেল পাথর বৈধ কাগজপত্র ছাড়াই আনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বন্দর এলাকায় অভিযান চালায় বিজিবি সদস্যরা। এ সময় থেকে ৪টি কাভার্ড ভ্যান ভর্তি ৭৬ টন মার্বেল পাথর জব্দ করা হয়। জব্দকৃত মার্বেল পাথরের মূল্য ৬ কোটি টাকা। তবে কাভার্ড ভ্যানের চালক ও সহকারীসহ চোরাচালানিরা পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি।

এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।