নুপুরে আগুন : পুড়েছে ব্যবসা প্রতিষ্ঠান
চট্টগ্রামের স্টেশন রোড এলাকার নুপুর মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে মার্কেটটির বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। শনিবার দুপুর দেড়টায় এ অগ্নিকাণ্ডের সূত্রাপাত হয়। তবে অগ্নিকাণ্ডে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিস চট্টগ্রামের উপ-সহকারী পরিচালক আব্দুল মালেক জানান, দেড়টার দিকে কোতোয়ালী থানাধীন স্টেশন রোডস্থ নূপুর মার্কেটের তৃতীয় তলায় পারফেক্ট সু এবং শাহাদাত সু স্টোরের সামনে শো-রুম এবং পেছনের গোডাউনে আগুন লাগে।
খবর পেয়ে ৩টি ইউনিটের ৭টি গাড়ি গিয়ে আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে এনেছে। তবে এখনো পুড়ে যাওয়া মালামাল থেকে ধোয়ার সাথে আগুনের ফুলকি বের হচ্ছে।
তিনি জানান, ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। এখনো ক্ষয়ক্ষতি নিরূপণ করা হয়নি। দুটি দোকান এবং পেছনের গোডাউন পুড়ে গেছে।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, আগুনে আশেপাশের বেশ কয়েকটি দোকানের মালামাল পুড়ে গেছে।
জীবন মুছা/এসএইচএস/আরআইপি