দুই ছেলের পর মারা গেলেন দগ্ধ বাবাও


প্রকাশিত: ০১:২৬ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০১৬

রাজধানীর উত্তরায় গ্যাস লাইন বিস্ফোরণে একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়ে মৃত্যুর মিছিলে দুই ছেলের পর এবার যুক্ত হলেন বাবা শাহনেওয়াজ। একই ঘটনায় শুক্রবার তার দুই ছেলে মারা গেছেন।

দগ্ধ হয়ে মৃত্যুবরণকারীরা হলেন- দুই ছেলে শালীন বিন নেওয়াজ (১৫) ও জায়ান বিন নেওয়াজ (১৪ মাস) এবং তাদের বাবা শাহনেওয়াজ (৫০)।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের প্রফেসর সাজ্জাত খন্দকার জাগো নিউজকে বলেন, শরীরের ৯৫ শতাংশ পুড়ে যাওয়া শাহনেওয়াজকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের হাই ডিপেন্ডেন্ট ইউনিট (এইচডিইউ) থেকে আইসিইউতে নেওয়ার পর শনিবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে তার মৃত্যু হয়।

এর আগে শুক্রবার ভোরে রাজধানীর উত্তরায় ১৩ নম্বর সেক্টরের একটি বাড়িতে গ্যাস লাইনে বিস্ফোরণের ঘটনায় একই পরিবারের ৫ জন দগ্ধ হন।

এদের মধ্যে ৪ জনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

দগ্ধরা হচ্ছেন- স্বামী মো. শাহনেওয়াজ, স্ত্রী সুমাইয়া খানম, ছেলে সালিন বিন নেওয়াজ (১৪), জারিফ, জারান। এদের মধ্যে শাহনেওয়াজের শরীরের ৯৫ ভাগ, সুমাইয়ার ৯০ ভাগ, সালিলের ৮৮ ভাগ এবং জারানের ৭৪ ভাগ পুড়ে যায়।

ঢামেক বার্ন ইউনিটের চিকিৎসক জানিয়েছেন, স্ত্রী সুমাইয়া খানমের অবস্থা আশঙ্কাজনক।

জেইউ/একে/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।