আজকের এই দিনে: ২৮ ফেব্রুয়ারি ২০১৬


প্রকাশিত: ০২:০২ এএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৬

জাতীয় ডায়াবেটিস সচেতনতা দিবস
১৫৬৮ খ্রিস্টাব্দের এই দিনে সম্রাট আকবরের কাছে রানা উদয় সিংয়ের আসমর্পণ।

১৭০৮ খ্রিস্টাব্দের এই দিনে নিউইয়র্কে ক্রীতদাসদের বিদ্রোহে ১১ জন নিহত।

১৮২৭ খ্রিস্টাব্দের এই দিনে আমেরিকায় প্রথম বাণিজ্যিক রেলপথ চালু হয়।

১৮৪৪খ্রিস্টাব্দের এই দিনে বিখ্যাত নাট্যব্যক্তিত্ব গিরিশচন্দ্র ঘোষের জন্ম।

১৮৮৩খ্রিস্টাব্দের এই দিনে ভারতে প্রথম টেলিগ্রাফ চালু হয়।

১৮৯০ খ্রিস্টাব্দের  এই দিনে রাশিয়ার জগদ্বিখ্যাত সুরকার আরেকজান্ডার বরোদিনের মৃত্যু।

১৯১৬খ্রিস্টাব্দের  এই দিনে মার্কিন কথাসাহিত্যিক হেনরি জেমসের মৃত্যু।

১৯১৯ খ্রিস্টাব্দের এই দিনে স্বাধীন রাষ্ট্র হিসেবে আফগানিস্তানের অভ্যুদয়।

১৯২২খ্রিস্টাব্দের এই দিনে মিশর স্বাধীনতা লাভ করে।

১৯৪৮ খ্রিস্টাব্দের এই দিনে ব্রিটিশ সৈন্যদের শেষ দল ভারত ত্যাগ করে।

১৯৫০ খ্রিস্টাব্দের এই দিনে জনপ্রিয় বাংলাদেশী গায়ক আজম খান জন্মগ্রহণ করেন ।

১৯৫১খ্রিস্টাব্দের এই দিনে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে কাশ্মীর প্রসঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা।

১৯৭০  খ্রিস্টাব্দের এই দিনে সাহিত্য সমালোচক শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু।

১৯৭৪খ্রিস্টাব্দের এই দিনে বাংলাদেশে আদমশুমারীর কাজ সম্পন্ন।

১৯৭৯ খ্রিস্টাব্দের এই দিনে ইরানের ইসলামী বিপ্লবের রূপকার মরহুম ইমাম খোমেনী (রঃ) ধর্মীয় শহর কোমে ফিরে আসেন।

১৯৮২ খ্রিস্টাব্দের  এই দিনে ঢাকার জাতীয় সংসদ ভবনের উদ্বোধন হয়।

১৯৮৪ খ্রিস্টাব্দের এই দিনে স্বৈরশাসনবিরোধী আন্দোলনে পুলিশের ট্রাকের তলায় পিষ্ট হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সেলিম ও দেলোয়ার শহীদ হন।

১৯৯১ খ্রিস্টাব্দের  এই দিনে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট সিনিয়র জর্জ বুশ ইরাকের বিরুদ্ধে ৪০ দিনের যুদ্ধের পর যুদ্ধ-বিরতি ঘোষণা করেন।

২০১৩ খ্রিস্টাব্দের এই দিনে যুদ্ধাপরাধী দেলোয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায় প্রদান করে আন্তর্জাতিক আপরাধ ট্রাইব্যুনাল।

এইচআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।