মিরসরাই ইকোনমিক জোন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
চট্টগ্রামের মিরসরাইয়ের ইছাখালীর চরে দেশের বৃহত্তম ইকোনমিক জোনের উন্নয়ন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।রোববার সকাল সাড়ে ১০টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
১১ হাজার কোটি টাকা ব্যয়ে সমূদ্র তীরবর্তী ইছাখালীতে বাস্তবায়িত হতে যাচ্ছে এ প্রকল্পটি। প্রকল্প বাস্তবায়ন হলে ১০ লাখ মানুষের কর্মসংস্থান হবে। মিরসরাইয়ে এই অর্থনৈতিক অঞ্চলে ১২২২টি শিল্পপ্লট তৈরি করা হবে। বাংলাদেশ ইকোনোমিক জোন (বেজা) সূত্রে জানা গেছে, মিরসরাইয়ের অর্থনৈতিক অঞ্চলটি হবে ইছাখালী চরের ৭ হাজার ৭১৬ একর জমিতে।
বেজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী জানান, ‘২০১২ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত গভর্নিং বোর্ডের সভায় মিরসরাইয়ে একটি ইকোনমিক জোন প্রতিষ্ঠার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়।
পর্যায়ক্রমে এখানে মোট ৭ হাজার একর জমির ওপর গড়ে উঠবে ইকোনমিক জোন। মোট ৫০টির মত বিশেষায়িত অঞ্চল এখানে স্থাপিত হবে। বর্তমানে ৫৫০ একর জমির ওপর অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার কাজ চলছে।’
এ ছাড়া ইতোমধ্যে চরে জেগে ওঠা ১৫ হাজার একর জমির প্রথম অবস্থায় চারটি মৌজায় ৬৩৯০ দশমিক ৯৬৭০ একর জায়গারও উন্নয়ন কাজ চলছে। এর মধ্যে পীরের চর এলাকায় ১৩৯০ দশমিক ৪৩১৬ একর, সাধুর চর এলাকায় ১৬৬৪ দশমিক ১০৩৯ একর, শিল্প চর এলাকায় ১৮৫২ দশমিক ৫৩৮৫ একর ও মোশাররফ চর এলাকায় ১৫০৪ দশমিক ২৯৩০ একর। এর প্রাথমিক ব্যয় ধরা হয়েছে প্রায় ১০ হাজার ৮৭৬ কোটি টাকা।
বাংলাদেশে শিল্প এলাকা অনেক রয়েছে কিন্তু নেই শিল্প শহর। তাই বঙ্গোপসাগরের পাড় ঘেঁষে চরাঞ্চলে চলছে বিশাল কর্মযজ্ঞ। এখানে নির্মিত হবে ছোট-বড় ১২শ’র বেশি শিল্প কারখানা। থাকবে বন্দর জেটি সুবিধা, বিদ্যুৎকেন্দ্র, ট্যুরিজম পার্কসহ নানা সুযোগ-সুবিধা।
জীবন মুছা/জেএইচ/এমএস