বাংলাদেশের রাজনীতিতে হানাহানি কমেছে : পবিত্র কর


প্রকাশিত: ১০:০০ এএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৬

`বাংলাদেশের রাজনীতিতে হানাহানি অনেকটাই কমে গেছে। এজন্য আমরা গর্ব করি। অসাম্প্রদায়িতক চেতনায় বিশ্বাসী না হলে এটা কোনোভাবেই সম্ভব হতো না` ভারতের ত্রিপুরা রাজ্যের বিধান সভার ডেপুটি স্পিকার শ্রী পবিত্র কর ব্রাহ্মণবাড়িয়ায় আয়োজিত এক সমাবেশে এ কথা বলেছেন।

রোববার দুপুর সাড়ে ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার মির্জাপুর গ্রামে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ও ভূপেষ চৌধুরী গণগ্রন্থাগারের ভিত্তিপ্রস্থর স্থাপন উপলক্ষে আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গণগ্রন্থাগার পরিচালনা পরিষদ ও উপজেলা ওয়ার্কার্স পার্টির যৌথ উদ্যোগে এ সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।

B.baria-pic
এ সময় পবিত্র কর বলেন, আগে দেশের উন্নয়ন দরকার। এজন্য রাজনীতি স্থিতিশীল হতে হবে। দেশের উন্নয়নের কথা চিন্তা করে রাজনৈতিক ভেদাভেদ ভুলে যেতে হবে।

তিনি আরও বলেন, ছেলে-মেয়েদের বই পড়ার প্রতি আগ্রহী করে তুলতে হবে। বই পড়ার আগ্রহ তৈরি করতে না পারলে ভবিষ্যৎ প্রজন্ম ক্ষতিগ্রস্ত হবে।

বিজয়নগর উপজেলা বিআরডিবির চেয়ারম্যান ও ওয়ার্কার্স পার্টির সম্পাদক দীপক চৌধুরী বাপ্পীর সভাপতিত্বে অনুষ্ঠিত সুধী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আক্তার উন-নেছা শিউলী, সরাইল ডিগ্রি কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল, ইসলামপুর কাজী শফিকুল ইসলাম বিশ্ববিদ্যালের অধ্যক্ষ হাফেজ মো. শফিকুর রহমানসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

আজিজুল আলম সঞ্চয়/এফএ/এসএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।